আমরা তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাস করি এবং তাই আমাদের সকল নিবন্ধ Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে প্রকাশ করি। এর অর্থ হল আপনি আমাদের নিবন্ধগুলি অনলাইনে বা প্রিন্টে বিনামূল্যে পুনঃপ্রকাশ করতে পারবেন যতক্ষণ আপনি নিচের নির্দেশিকাগুলি অনুসরণ করেবেন:

প্রিন্ট এবং অনলাইনের পুনঃপ্রকাশের জন্য নির্দেশিকা

  • সময়, অবস্থান এবং সম্পাদকীয় শৈলীতে আপেক্ষিক পরিবর্তনগুলি প্রতিফলিত করা ছাড়া আপনি আমাদের কোনো নিবন্ধ সম্পাদনা করতে পারবেন না। আপনি যদি একান্তই কোনো নিবন্ধের উপাদান সম্পাদনা করতে চান তবে প্রকাশের আগে অনুমোদনের জন্য আপনাকে লেখকের কাছ থেকে পরিবর্তনগুলি দেখিয়ে অনুমতি নিতে হবে। লেখকদের সাথে আপনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা ই-মেইলের মাধ্যমে পেয়ে যাবেন। যোগাযোগের সকল তথ্য লেখকের প্রোফাইল পেইজে থাকবে। তারপরও কোনো সমস্য হলে editor@bigganbarta.org এ ইমেইল করে সাহায্য চাইতে পারেন।
  • আপনাকে লেখক এবং তাদের প্রতিষ্ঠানকে যথাযথ কৃতিত্ব/ক্রেডিট দিতে হবে। অনেক লেখক নিরাপত্তার কারণে তার শিক্ষা প্রতিষ্ঠান গোপন রাখে। তাই প্রতিষ্ঠান অজানা থাকলে সেটা দিতে হবে না কিন্তু লেখককে ক্রেডিট অবশ্যই দিতে হবে।
  • আপনাকে বিজ্ঞানবার্তা-কে অবশ্যই কৃতিত্ব/ক্রেডিট দিতে হবে এবং অবশ্যই পুনঃপ্রকাশিত নিবন্ধে মূল নিবন্ধের লিঙ্ক অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের পরামর্শ থাকবে প্রবন্ধের শুরুতে আমাদের লোগো (কার্যভার নয়) সহ নাম উল্লেখ করে কৃতিত্ব/ক্রেডিট দেয়া। নিচে উদাহরণ দেয়া হলো:

এই নিবন্ধটি Creative Commons লাইসেন্সের অধীনে বিজ্ঞানবার্তা থেকে থেকে পুনঃপ্রকাশিত হয়েছে। নিবন্ধটি লিখেছে তাশফিয়া নুজহাত প্রজ্ঞা। মূল নিবন্ধ পড়ুন এখানে

  • আপনি আমাদের কোনো নিবন্ধ বিক্রি করতে পারবেন না। বিজ্ঞানবার্তা কোনো বিজ্ঞাপন না দেখালেও আপনি বিজ্ঞাপন সহ ওয়েবসাইটে আমাদের নিবন্ধ পুনঃপ্রকাশ করতে পরবেন।
  • আমাদের নিবন্ধে থাকা ছবিগুলি পুনঃপ্রকাশ করার জন্য আপনি লাইসেন্সপ্রাপ্ত কী-না তা নিশ্চিত করতে হবে। কিছু ছবি (যেমন বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান থেকে ক্রয়কৃত) প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া পুনঃপ্রকাশ করতে দেয় না। কপিরাইট শর্তাবলী সাধারণত ছবির ক্যাপশন এবং অ্যাট্রিবিউশন তালিকাভুক্ত করা হয়। সে ব্যাপারে খেঁয়াল রাখতে হবে। আপনাকে আমাদের ক্রয়কৃত ছবি বাদ দিয়ে বিকল্প হিসাবে আপনার নিজের বা রয়াল্টি ফ্রি ছবি ব্যবহারের স্বাগত জানাই। চার্ট এবং ইন্টারেক্টিভ গ্রাফিক্স একই নিয়ম অনুসরণ করে। তবে বিজ্ঞানবার্তা থেকে তৈরি সকল ছবি CC BY-ND 4.0 লাইসেন্সের অধীনে প্রকাশ করা হয় যা পুনঃপ্রকাশের জন্য উন্মুক্ত।
  • আপনি হুবহু আমাদের সমস্ত নিবন্ধ পুনঃপ্রকাশ করতে পারবেন না বা আমাদের সাইটের বিষয়বস্তু হুবহু নকল করতে পারবেন না।
  • আপনি যদি কোনো প্রিন্ট মিডিয়াতে আমাদের নিবন্ধ পুনঃপ্রকাশ করেন তাহলে আমার আশা করি আপনি সেই তথ্য info@bigganbarta.org এ পাঠাবেন যাতে আমরা লেখকের সাথে শেয়ার করতে পারি।
হালনাগাদ: ২১ সেপ্টেম্বর, ২০২২