সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
গবেষকরা মানুষের ফুসফুসের গভীরে একটি স্বতন্ত্র সেক্রেটরি কোষের বংশ সনাক্ত করেছেন যা গ্যাস-বিনিময় প্রকোষ্ঠের কাজ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন শনাক্ত করা এই ফুসফুসের কোষের নাম রাখা হয়েছে রেসপিরেটরি এয়ারওয়ে সিক্রেটরি সেল (RASCs)।
এই ফুসফুসের কোষগুলি অ্যালভিওলি কাঠামোর কাছে ক্ষুদ্র শ্বাসনালী শাখাগুলিকে লাইন তৈরি করে যেখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে।
তাদের স্টেম-সেল-সদৃশ বৈশিষ্ট্য রয়েছে যা তাদের অন্যান্য কোষগুলিকে পুনরুৎপাদন করতে সক্ষম করে যা অ্যালভিওলির স্বাভাবিক কার্যকারিতার জন্য প্রয়োজনীয়।
গবেষকরা প্রমাণ পেয়েছেন যে ধূমপান এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD) নামক সাধারণ ধূমপান-সম্পর্কিত অসুস্থতা এই কোষগুলির পুনর্জন্মমূলক কার্যকে ব্যাহত করতে পারে – তো নতুন আবিষ্কৃত এই কোষগুলির এই ব্যাঘাতকে সংশোধন করা COPD চিকিৎসার একটি ভাল উপায় হতে পারে।
——
Human distal airways contain a multipotent secretory cell that can regenerate alveoli. Nature, 2022; DOI: 10.1038/s41586-022-04552-0
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।