সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
কুমির হল প্রাচীন সরীসৃপের Crocodilia নামের একটি বর্গের অন্তর্গত যা প্যাথোজেন (রোগ সৃষ্টিকারী জীবাণু) সমৃদ্ধ পরিবেশে বিবর্তিত লাভ করে এসেছে। তাই তারা এরূপ কঠোর পরিবেশে বসবাস করতে পারে। এই ক্ষমতা শক্তিশালী রোগপ্রতিরোধ ক্ষমতার নির্দেশক।
ডিফেনসিন (Defensin) হলো সিস্টাইন-সমৃদ্ধ ক্যাটানিক হোস্ট ডিফেন্স পেপটাইড বা এক ধরনের বিশেষ প্রোটিনের একটি গ্রুপ যা সমস্ত উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সহজাত প্রতিরোধ ব্যবস্থার একটি উল্লেখযোগ্য উপাদান। তবে কুমিরদের ডিফেনসিন আমরা খুবই কম জানি।
কুমিরের দুর্দান্ত অ্যান্টিফাঙ্গাল প্রতিরোধ ক্ষমতা রয়েছে যার মাধ্যমে তারা মারাত্মক ছত্রাক সংক্রমণ খুব সহজে প্রতিরোধ করতে পারে।
অস্ট্রেলিয়ার লা ট্রোব ইউনিভার্সিটির একদল গবেষক একটি নতুন গবেষণায় দেখতে পান যে, নোনা পানির কুমিরের ডিফেনসিন শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল কার্যকলাপকে খুব শক্তিশালিভাবে চালিত করে। গবেষণাটি মানুষের মধ্যে ছত্রাক সংক্রমণ প্রতিরোধের জন্য একটি কার্যকরী নতুন চিকিৎসা তৈরি করতে পারে। ক্রমবর্ধমান অ্যান্টিবায়োটিক প্রতিরোধের কারণে প্রতিনিয়ত আমাদের নতুন নতুন চিকিৎসা বের করতে হচ্ছে। নতুন এই গবেষণাটি একটি বিশাল সাফল্য অর্জনের মাইলফলক হতে পারে।
নোনা পানির কুমিরের ডিফেনসিন CpoBD13 শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল কার্যকলাপকে চালিত করে একটি pH-নির্ভর ঝিল্লি-টার্গেটিং ক্রিয়ার মাধ্যমে। মূলত CpoBD13 ফসফোলিপিড ফসফ্যাটিডিক অ্যাসিড (PA) কে আবদ্ধ করে একটি বৃহৎ হেলিকাল অলিগোমেরিক কমপ্লেক্স গঠন করে, নির্দিষ্ট হিস্টিডিন অবশিষ্টাংশগুলি PA বাইন্ডিং-এর মধ্যস্থতা করে। কোষের বাইরের প্রাচীরের pH স্তরের উপর ভিত্তি করে, CpoBD13 ছত্রাকের সংক্রমণ চিহ্নিত করে এবং আক্রমণ করে।
———
Crocodile defensin (CpoBD13) antifungal activity via pH-dependent phospholipid targeting and membrane disruption. Nat Commun 14, 1170 (2023). DOI: 10.1038/s41467-023-36280-y
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।