সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
প্রজনন বয়সের আনুমানিক ১৫ কোটি ১০ লাখ মহিলা গর্ভনিরোধক বড়ি (oral hormonal contraceptive pill) ব্যবহার করেন। অনেক মহিলা-ই বিভিন্ন ধরণের গর্ভনিরোধক বড়ি খেয়ে থাকেন অবাঞ্ছিত গর্ভধারণ এড়াতে। আগে থেকে বেশ কিছু ক্লিনিকাল প্রমাণ থেকে জানা আছে যে এসব হরমোনাল গর্ভনিরোধক বড়ি খাওয়া কিছু মহিলাদের মেজাজকে প্রভাবিত করতে পারে। কিন্তু এতদিন পর্যন্ত গর্ভনিরোধক বড়ি সেবনের সাথে ডিপ্রেশনে সংযোগ থাকার কোনো শক্তাোক্ত প্রমাণ ছিলো না।
নতুন এক গবেষণায় তেমনই প্রমান মিলেছে। গবেষণায় দেখা গেছে যেসকল মহিলারা গর্ভনিরোধক বড়ি ব্যবহার করে না তাদের থেকে যারা ব্যবহার করে তাদের মধ্যে ডিপ্রেশনে বিকাশের ঝুকি বেশি। প্রথম ২ বছরের ব্যবহারেই ডিপ্রেশনে বিকাশের ঝুকির হার ৭৩% বৃদ্ধি পায়।
গবেষণায় আরো দেখা গেছে যে, যেসকল মহিলারা কিশোর বয়সে জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়া শুরু করেছিলেন তাদের ডিপ্রেশনের ফ্রিকুয়েন্সি ১৩০% বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের বৃদ্ধি পেয়েছে ৯২%।
গবেষণার ফলাফলগুলি পরামর্শ দেয় যে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের বিভিন্ন শারীরিক সিস্টেমের মধ্যে সম্ভাব্য সংযোগ সম্পর্কে আরও সচেতন হওয়া উচিত। গবেষকরা দাদের গবেষণায় এমন উপসংহারে পৌঁছেছেন যে, স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ডিপ্রেসন বিকাশের সম্ভাবনা সম্পর্কে গর্ভনিরোধক বড়ি বিবেচনা করা মহিলাদের সতর্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
———
Population-based cohort study of oral contraceptive use and risk of depression. Epidemiology and Psychiatric Sciences (2023) 32.
DOI: 10.1017/S2045796023000525
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।