সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
নাইট্রোজেন-৯ আইসোটোপের নিউক্লিয়াসে সাতটি প্রোটন এবং দুটি নিউট্রন বিদ্যমান। এই পারমাণবিক নিউক্লিয়াসে প্রোটন-টু-নিউট্রন রেশিও খুবই অস্বাভাবিক। সাধারণত, স্থিতিশীল পারমাণবিক নিউক্লিয়াসে ভারসাম্যপূর্ণ অর্থাৎ সমান কিংবা প্রায় সমান সংখ্যক প্রোটন এবং নিউট্রন থাকে। কিন্তু নাইট্রোজেন-৯ এ এই অনুপাতটি এতটাই একমূখী যে একে নিউক্লিয়াস বলাটাও বেশ বিতর্কের মধ্যে পরে। তবুও এরকম নিউক্লিয়াসের অস্তিত্বের প্রমাণ বছরের পুরানো ডেটাতে লুকিয়ে আছে বলে মনে করেন বিজ্ঞানীরা। গত ২৭ অক্টোবর, ২০২৩ তারিখে Physical Review Letters জার্নালে প্রকাশিত গবেষণাপত্র এমনটাই ইঙ্গিত দিচ্ছে।
পরবর্তী কোনো গবেষণায় শনাক্তকরণের বিষয়টি যদি নিশ্চিত করতে পারে, তাহলে নাইট্রোজেন-৯ হবে প্রথম কোনো নিউক্লিয়াস যেখানে নিউট্রন থেকে পাঁচটি বেশি প্রোটন সহ দেখা যাবে। এখন পর্যন্ত এ সীমা ছিল চারটি।
————
Strong evidence for 9N and the limits of existence of atomic nuclei. Physical Review Letters (2023).
DOI: 10.1103/PhysRevLett.131.172501
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।