সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
HD 189733b হল একটি হট গ্যাস জায়ন্ট যার বায়ুমণ্ডল ধোঁয়াট এবং প্রধানত হাইড্রোজেন দ্বারা গঠিত। এটি ভালপেকুলা নক্ষত্রমন্ডলের দিকে প্রায় ৬৩ আলোকবর্ষ দূরে।
হাউট-প্রোভেন্স অবজারভেটরিতে দুটি টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা ২০০৫ সালে এই গ্রহটি আবিষ্কার করে।
HD 189733b বৃহস্পতির চেয়ে মাত্র ১.২ গুণ বড় কিন্তু এর মূল নক্ষত্র, HD 189733 এর চারপাশে খুব কাছাকাছি কক্ষপথে অরস্থান। এটি প্রতি ২.২ দিনে একবার প্রদক্ষিণ করে।
এর আগে কখনও সৌরজগতের বাইরে কোনে গ্রহে হাইড্রোজেন সালফাইড শনাক্ত হয়নি। এটিই প্রথম। এই আবিষ্কারের গবেষণাটি ৮ই জুলাই নেচারে প্রকাশিত হয়।
গ্রহটি অত্যাধিক গরম হওয়ায় বিজ্ঞানীরা সেখানে প্রাণের সন্ধান করেনি, তবে হাইড্রোজেন সালফাইড খুঁজে পাওয়া অন্য গ্রহে এই অণুটি খুঁজে পাওয়ার ক্ষেত্রে এবং বিভিন্ন ধরণের গ্রহ কীভাবে তৈরি হয়েছে সে সম্পর্কে আরও জানতে সাহায্য করবে।
হাইড্রোজেন সালফাইড শনাক্ত করার পাশাপাশি গবেষণা দলটি সঠিকভাবে গ্রহের অক্সিজেন এবং কার্বনের প্রধান উৎসগুলি পরিমাপ করেছেন — পানি, কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড।
আবিষ্কারটির মাধ্যমে ওয়েব সৌরজগতের বাইরের গ্যাস গ্রহগুলিতে হাইড্রোজেন সালফাইড ট্র্যাক করতে এবং সালফার পরিমাপ করার জন্য বিজ্ঞানীদের আরেকটি নতুন টুল হিসাবে কাজ করবে।
———
Hydrogen sulfide and metal-enriched atmosphere for a Jupiter-mass exoplanet. Nature (2024).
DOI: 10.1038/s41586-024-07760-y
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।