সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
জেব্রাফিশ এক কথায় বিস্ময়কর প্রাণী। তারা একদম স্বচ্ছ অর্থাৎ একপাশ থেকে অন্যপাশ সম্পূর্ণরূপে দেখা যায়। আবার তারা নতুন অঙ্গ বৃদ্ধি করতে পারে। আমরা ইতিমধ্যেই জানি যে এই স্বচ্ছ ছোট মাছ তাদের চোখের রেটিনাল টিস্যু রিজেনারেট বা মেরামত করতে পারে – এখন নতুন গবেষণা দেখা গেছে যে, জেব্রাফিশ আঘাতপ্রাপ্ত হৃৎপিণ্ডের টিস্যুকে মেরামত করতে পারে এবং কীভাবে তারা টিস্যুকে মেরামত করে সেটাও খুঁজে বের করেছেন।
যখন কেউ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় এবং পর্যাপ্ত চিকিৎসা না পায়, তখন অক্সিজেনের অভাবে হৃৎপিণ্ডের পেশি কোষ; কার্ডিওমায়োসাইট (cardiomyocytes) ক্ষতিগ্রস্থ হতে পারে। যেহেতু মানুষ নতুন কার্ডিওমায়োসাইট কোষ তৈরি করতে পারে না, এর ফলে ক্ষতিগ্রস্থ কোষগুলি হৃৎপিণ্ডে স্থায়ী দাগ (যাকে fibrosis বলে) তৈরি হতে পারে। এর ফলে হৃৎপিণ্ডের রক্ত পাম্প করার দক্ষতা কমে যেতে পারে।
অন্যদিকে জেব্রাফিশ দুই মাসের মধ্যে তার আঘাতপ্রাপ্ত এক-মিলিমিটার আকারের হৃৎপিণ্ডের ২০ শতাংশ পর্যন্ত পুনঃবৃদ্ধি বা মেরামত করতে সক্ষম।
একটি মাইক্রোস্কোপের নীচে, গবেষকরা জেব্রাফিশের হৃদপিন্ডে একটি ঠান্ডা সুই ধরেছিলেন। সুইটি মিলিমিটার আকারের হৃৎপিণ্ডে মানুষের হার্ট অ্যাটাকের মতো একটা অবস্থা তৈরি করে। পরে দেখা গেছ যে এরা হৃৎপিণ্ড মেরামতের জন্য নতুন কার্ডিওমায়োসাইট গঠন করে, যা আগের কার্ডিওমায়োসাইটের মতোই সংকোচন ক্ষসতাসম্পূর্ণ।
এই নতুন গবেষণাটি আমাদের যা দেখায় তা হল ফাইব্রোব্লাস্ট নামক সংযোগকারী টিস্যু কোষ জেব্রাফিশে সেই ক্ষতিগ্রস্থ হৃদপিণ্ডের মেরামত প্রক্রিয়ার পরিবাহী প্রোটিন তৈরি করে যা মেরামত সংকেত হিসাবে কাজ করে। একক-কোষ জিনোমিক্স ব্যবহার করে, গবেষণা দল ক্ষতিগ্রস্থ হৃৎপিণ্ডে সক্রিয় অবস্থায় তিনটি নতুন ধরনের ফাইব্রোব্লাস্ট আবিষ্কার করেছে। বাহ্যিকভাবে, এই ফাইব্রোব্লাস্ট অন্যদের সাথে অভিন্ন হলেও অভ্যন্তরীণভাবে তারা অতিরিক্ত জিন ধারণ করে যা সেই ‘মেরামতবাহী সংকেত’ প্রোটিন গঠনে সহায়তা করে। উদাহরণস্বরূপ, collagen 12 সংযোগকারী টিস্যু।
নতুন গবেষণার ফলাফল রিজেনারেটকারী ওষুধের অন্যান্য প্রতিশ্রুতিশীল প্রচেষ্টার অগ্রগতি এনে দেবে – যা কোষ-ভিত্তিক থেরাপি বা ওষুধে জেব্রাফিশে পাওয়া ক্ষতিগ্রস্থ হৃৎপিণ্ডকে মেরামত করার অনু ব্যবহার করে মানুষের হৃৎপিণ্ডকে মেরামত বা প্রতিস্থাপনে সাহায্য করবে।
———
Origin and function of activated fibroblast states during zebrafish heart regeneration. Nature Genetics (2022), DOI: 10.1038/s41588-022-01129-5
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।