সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
বাণিজ্যিক মহাকাশ সংস্থা ফায়ারফ্লাই অ্যারোস্পেস (Firefly Aerospace) এর ব্লু ঘোস্ট-১ (Blue Ghost 1) চন্দ্রযান সফলভাবে চাঁদের বুকে অবতরণ করেছে। ২ মার্চ, ২০২৫ এ বাংলাদেশ সময় দুপুর ২:৩৫ মিনিটে চাঁদের পৃষ্ঠে পৌঁছায় যানটি, যা সংস্থাটির জন্য এবং NASA-র চন্দ্র অভিযানের ক্ষেত্রে একটি বড় অর্জন।
অবতরণের এক ঘণ্টারও বেশি সময় ধরে মহাকাশযানটি চাঁদের নিম্ন কক্ষপথ থেকে ধীরে ধীরে অবতরণ করে। Firefly জানিয়েছে, যানটি উল্টো না হয়ে স্থিতিশীল ও সোজা অবস্থায় চাঁদের পৃষ্ঠে অবস্থান করছে।
We have confirmation #BlueGhost stuck the landing! Firefly just became the first commercial company in history to achieve a fully successful Moon landing. This small step on the Moon represents a giant leap in commercial exploration. Congratulations to the entire Firefly team,…
— Firefly Aerospace (@Firefly_Space) March 2, 2025
Firefly Aerospace-এর প্রধান নির্বাহী জেসন কিম বলেছেন—“সমস্ত কিছু নির্ধারিত পরিকল্পনার মধ্যেই ছিল। আমাদের দল নিখুঁতভাবে কাজ করেছে।”
ক্রেডিট: Firefly Aerospace
অভিযানের পরিচালক রে অ্যালেন্সওয়ার্থ জানান যে, ল্যান্ডিং ১০০ মিটারের মধ্যে নির্ধারিত জায়গার মধ্যেই হয়েছে, যদিও নিখুঁত অবস্থান সম্পর্কে আরও বিশদ তথ্য পরে জানানো হবে।
ব্লু গোস্ট-১ অবতরণ করেছে Mons Latreille-এর কাছে, যা চাঁদের উত্তর-পূর্ব অংশে Mare Crisium অববাহিকায় অবস্থিত। এই স্থানটি বেছে নেওয়া হয়েছিল কারণ এখানে ম্যাগনেটিক অ্যানোম্যালিসের সম্ভাবনা কম, যা কিছু বৈজ্ঞানিক যন্ত্রের কার্যকারিতা ব্যাহত করতে পারত।
Firefly দাবি করেছে, তারা প্রথম বাণিজ্যিক কোম্পানি, যারা সম্পূর্ণ সফলভাবে চাঁদে অবতরণ করেছে। যদিও Intuitive Machines ফেব্রুয়ারি ২০২৪-এ তাদের IM-1 ল্যান্ডার চাঁদে পাঠিয়েছিল, তবে সেটি সজোরে আঘাতে অবতরণ করায় কাত হয়ে গিয়েছিল।
ব্লু গোস্ট-১ যাত্রা শুরু করেছিল ১৫ জানুয়ারি, ২০২৫ এ SpaceX-এর Falcon 9 রকেটে। ১৩ ফেব্রুয়ারি, এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। চাঁদের মাটিতে বিভিন্ন পরীক্ষার জন্য এটি NASA-এর ১০টি বৈজ্ঞানিক যন্ত্র বহন করছে। NASA-এর চন্দ্র গবেষণা কর্মসূচি CLPS (Commercial Lunar Payload Services) এর অধীনে এই মিশন পরিচালিত হচ্ছে, যার চুক্তির মূল্য ১০১.৫ মিলিয়ন মার্কিন ডলার।
চাঁদে ১৬ মার্চ, ২০২৫ পর্যন্ত ব্লু গোস্ট-১ কাজ করবে। দিনের শুরু থেকে বৈজ্ঞানিক ডেটা সংগ্রহ শুরু হবে এবং দিনের মাঝামাঝি কিছু সরঞ্জামের কার্যকারিতা কমে যাবে উচ্চ তাপমাত্রার কারণে।
ক্রেডিট: Firefly Aerospace
১৪ মার্চ, একটি চন্দ্রগ্রহণের ছবি তোলার পরিকল্পনা রয়েছে।
NASA-এর বিজ্ঞান মিশনের উপ-প্রশাসক জোয়েল কেয়ার্নস বলেন—”আমরা Firefly-কে ১৪ দিনের জন্য ১০টি ভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনার চ্যালেঞ্জ দিয়েছি। প্রতিদিনই নতুন বৈজ্ঞানিক কার্যক্রম চলবে।”
Firefly এরই মধ্যে Blue Ghost 2 এবং Blue Ghost 3 মিশনের কাজ শুরু করেছে। Blue Ghost 2 চাঁদের দূরবর্তী পাশে (Far Side) অবতরণ করবে এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA)-র Lunar Pathfinder কক্ষপথে স্থাপন করবে। Blue Ghost 3 চাঁদের Gruithuisen Domes অঞ্চলে অবতরণ করবে। NASA এই মিশনের জন্য ১৭৯.৬ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে।
NASA-এর মতে, Firefly বাণিজ্যিক মহাকাশ অভিযানে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে।
Firefly Aerospace-এর এই সফল অবতরণ বাণিজ্যিক মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা করলো। NASA-এর CLPS কর্মসূচির মাধ্যমে আরও নতুন নতুন গবেষণামূলক অভিযান পরিচালিত হবে, যা ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল গ্রহের অভিযানের ভিত্তি গড়ে তুলবে।
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।