সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশই ঠিক করে দেয় আমরা কোনো কাজে লেগে থাকব, নতুন কিছু অনুসন্ধান করব, নাকি হাল ছেড়ে দেব।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL)-এর একদল গবেষক দেখিয়েছেন, মস্তিষ্কের ব্রেনস্টেম অঞ্চলের মিডিয়ান রাফে নিউক্লিয়াস নামে পরিচিত অংশের তিনটি নির্দিষ্ট নিউরন এই আচরণগুলো নিয়ন্ত্রণ করে। গবেষণাটি গত ৫ মার্চ, ২০২৫ এ নেচার জার্নালে প্রকাশিত হয়।
গবেষণায় দেখা গেছে, এই নিউরনগুলোর সক্রিয়তা নিয়ন্ত্রণের মাধ্যমে ইঁদুরের আচরণ পরিবর্তন করা সম্ভব। গবেষণায় যুক্ত থাকা সিস্টেম নিউরোসায়েন্টিস্ট সোনিয়া হোফার বলেন, মানুষের ক্ষেত্রেও একই ধরনের নিউরন কাজ করে কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন। তবে যদি এটি প্রমাণিত হয়, তাহলে মানুষের মানসিক সমস্যাগুলোর কারণ বোঝার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
গবেষকরা ইঁদুরের মস্তিষ্কে তিন ধরনের নিউরনকে জেনেটিক টেকনোলজি ব্যবহার করে লাইট-রেসপনসিভ করে তোলেন। এরপর আলোর মাধ্যমে নিউরনগুলো সক্রিয় বা নিষ্ক্রিয় করেন।
ইঁদুরদের একটি বাক্সে রাখা হয়, যেখানে তারা আগে কখনো দেখেনি এমন ২০টি বস্তু ছিল। গবেষণায় দেখা গেছে—GABA নিউরন বন্ধ করা হলে ইঁদুরেরা একেকটি বস্তু নিয়ে বেশি সময় কাটায় এবং বারবার বস্তু পরিবর্তন করে না। আবার গ্লুটামেট নিউরন সক্রিয় করা হলে ইঁদুরেরা দ্রুত এক বস্তু থেকে আরেকটিতে লাফিয়ে লাফিয়ে চলে যায়, অর্থাৎ অনুসন্ধান প্রবণতা বাড়ে। সেরোটোনিন নিউরন সামান্য সময়ের জন্য বন্ধ করে দিলে ইঁদুরেরা আগ্রহ হারিয়ে ফেলে এবং কোনো কাজেই মনোযোগ দেয় না।
এছাড়া, গবেষণায় দেখা গেছে ল্যাটারাল হ্যাবেনুলা নামে মস্তিষ্কের আরেকটি অংশ সেরোটোনিন নিউরনকে দমন করে ইঁদুরদের আগ্রহ হারাতে বাধ্য করে।
এই গবেষণা দেখিয়েছে যে, নির্দিষ্ট নিউরনগুলোর কার্যকারিতা পরিবর্তন করে মানুষের আচরণকেও প্রভাবিত করা সম্ভব হতে পারে। ভবিষ্যতে এটি মানসিক রোগের নতুন চিকিৎসা আবিষ্কারের পথ খুলে দিতে পারে।
–––
A subcortical switchboard for perseverative, exploratory and disengaged states. Nature (2025).
DOI: 10.1038/s41586-025-08672-1
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।