সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
নারীরা সাধারণত পুরুষদের চেয়ে বেশি দিন বাঁচে এবং বয়স বৃদ্ধির সঙ্গে তাদের মানসিক দক্ষতা বা স্মৃতিশক্তি কম ক্ষতিগ্রস্ত হয়। বিজ্ঞানীরা এখন মনে করছেন, এর একটি কারণ হতে পারে নারীদের দ্বিতীয় X ক্রোমোজোম, যা আগে ‘নিষ্ক্রিয়’ বলে মনে করা হতো।
সম্প্রতি Science Advances জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে যে, অন্তত ইঁদুরের ক্ষেত্রে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশে এই ‘নিষ্ক্রিয়’ X ক্রোমোজোমের কিছু জিন সক্রিয় হয়ে ওঠে। হিপোক্যাম্পাস হলো মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শেখার ক্ষমতা ও স্মৃতিশক্তির জন্য কাজ করে।
গবেষকরা যখন পূর্ণবয়স্ক নারী ও পুরুষ ইঁদুরকে এক ধরনের জিন থেরাপি দেন, যা এই ‘নিষ্ক্রিয়’ X ক্রোমোজোমের একটি নির্দিষ্ট জিনের কার্যকারিতা বাড়ায়, তখন দেখা যায় ইঁদুরগুলোর বুদ্ধিমত্তা ও স্মৃতিশক্তি উন্নত হয়েছে। ইঁদুরগুলোর গোলকধাঁধা (maze) পার হওয়ার দক্ষতা বেড়ে যায়। যদি এই গবেষণার ফলাফল মানুষের ক্ষেত্রেও প্রমাণিত হয়, তাহলে এটি দেখাবে যে নারীদের দ্বিতীয় X ক্রোমোজোম তাদের মস্তিষ্ককে বয়সজনিত ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। এছাড়া, এই গবেষণা ভবিষ্যতে স্মৃতিশক্তি বৃদ্ধির নতুন থেরাপি তৈরি করতেও সাহায্য করতে পারে।
নারীদের প্রতিটি কোষে দুটি X ক্রোমোজোম থাকে—একটি বাবা ও একটি মায়ের কাছ থেকে পাওয়া। অন্যদিকে, পুরুষদের একটি X এবং একটি Y ক্রোমোজোম থাকে। সাধারণত নারীদের একটি X ক্রোমোজোম নিষ্ক্রিয় অবস্থায় থাকে, অর্থাৎ সেটি কার্যকর থাকে না। তবে বিজ্ঞানীরা এখন বুঝতে পারছেন যে, এই নিষ্ক্রিয় X ক্রোমোজোম আজীবন পুরোপুরি নিষ্ক্রিয় থাকে না।
ক্রেডিট: Cavallini James/BSIP/Alamy
গবেষণায় নেতৃত্ব দেওয়া বিজ্ঞানী ডেনা ডুবাল বলেন, “আমরা আগে মনে করতাম, পুরুষ ও নারীদের কোষে কার্যকর X ক্রোমোজোমের সংখ্যা সমান। তবে এখন বোঝা যাচ্ছে যে বিষয়টি এত সহজ নয়।” তার গবেষণা বলছে, মানুষের ক্ষেত্রে এই নিষ্ক্রিয় X ক্রোমোজোমের প্রায় ৩০% জিন সক্রিয় থাকে, যদিও এটি নারীদের মধ্যে ভিন্ন হতে পারে।
তবে এই জিনগুলো শরীরের বিভিন্ন অংশে কীভাবে কাজ করে এবং বয়সের সঙ্গে তাদের কার্যকারিতায় কী পরিবর্তন আসে, তা নিয়ে এখনো গবেষণা চলছে।
এই বিষয়টি বোঝার জন্য গবেষকরা ল্যাবের ইঁদুরের জিনগত পরিবর্তন ঘটিয়ে তাদের দুটি নির্দিষ্ট X ক্রোমোজোম তৈরি করেন—একটি সবসময় সক্রিয় থাকে, আরেকটি নিষ্ক্রিয়। এরপর তারা ইঁদুরের হিপোক্যাম্পাসের নয়টি প্রধান কোষে এই দুই X ক্রোমোজোমের কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। গবেষণার ফলাফল দেখিয়েছে যে, বয়স বৃদ্ধির সঙ্গে নিষ্ক্রিয় X ক্রোমোজোমের কিছু অংশ আবার সক্রিয় হয়ে ওঠে, যা নারীদের মানসিক স্থিতিশীলতায় ভূমিকা রাখতে পারে।
এই গবেষণার ভবিষ্যৎ প্রভাব বিশাল হতে পারে। যদি মানুষের ক্ষেত্রেও এই ফলাফল প্রমাণিত হয়, তাহলে নারীদের দ্বিতীয় X ক্রোমোজোম স্মৃতিশক্তি ও মানসিক স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—এবং এটি নতুন থেরাপির মাধ্যমে সবার জন্য উপকারী হয়ে উঠতে পারে।
–––
Aging activates escape of the silent X chromosome in the female mouse hippocampus. Sci. Adv. 11, eads8169 (2025).
DOI:10.1126/sciadv.ads8169
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।