সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
Trichothraupis গণের অন্তর্ভুক্ত একটি নতুন প্রজাতির পাখি আবিষ্কৃত হয়েছে। এর আগে এই গণের শুধুমাত্র একটি প্রজাতি ছিলো, Trichothraupis melanops (ব্ল্যাক-গগলড ট্যানাজার)। এই পাখিগুলো বনাঞ্চলে বাস করে, সাধারণত ফল ও আর্থ্রোপড খায় এবং আটলান্টিক ফরেস্ট ও আন্দেস অঞ্চলে (যদিও আন্দেস অঞ্চলে তারা কম দৃশ্যমান) দেখা যায়।
Trichothraupis মূলত দুইটি পৃথক অঞ্চলে পাওয়া যায়: একটিতে ব্রাজিলের পূর্বাঞ্চলীয় আটলান্টিক ফরেস্ট; অন্যটি আন্দেসের পূর্ব ঢাল বরাবর উত্তর পেরু থেকে উত্তর-পশ্চিম আর্জেন্টিনায় বিস্তৃত। নতুন গবেষণায় দেখা গেছে যে এই দুইটি জনসংখ্যা জেনেটিকভাবে আলাদা, যা নতুন শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা নির্দেশ করে।
গবেষকরা বিভিন্ন মিউজিয়াম থেকে ৫৮১টি নমুনা সংগ্রহ করে পাখিগুলোর শারীরিক গঠন, পালকের ধরন এবং ডাকে বিশ্লেষণ করেছেন। তারা দেখতে পেয়েছেন দুই এলাকায় পাখির মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে, যেমন পালকের ধরন ও পায়ের দৈর্ঘ্য, এমনকি তাদের বাসস্থানেও পার্থক্য আছে।
নতুন আবিষ্কৃত প্রজাতির নাম দেওয়া হয়েছে Trichothraupis griseonota (আন্দিয়ান ব্ল্যাক-গগলড ট্যানাজার), যা পেরু, বলিভিয়া এবং উত্তর-পশ্চিম আর্জেন্টিনার আন্দেসের পূর্ব ঢালে পাওয়া যায়। এই পাখি সিজনাল ড্রাই টুকুমানো-বলিভিয়ানো বন এবং ইয়ুঙ্গাস বনে বসবাস করে।
যদিও এই প্রজাতিটি বেশ প্রচলিত, তবে এর পৃথক লাইনেজ আগে স্বীকৃত হয়নি। এই আবিষ্কার পাখি সংরক্ষণশালার নমুনার উপর গবেষণার গুরুত্বকে আবারও সামনে নিয়ে এসেছে, যা পাখিবিদ্যায় নতুন আবিষ্কারের সম্ভাবনা দেখায়।
–––
A new species of tanager (Aves: Thraupidae) from the Eastern slopes of the Andes. Zootaxa (2024).
DOI: 10.11646/zootaxa.5468.3.7
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।