সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
Nemateleotris হল অস্থিযুক্ত মাছ Gobiidae বা gobies পরিবারের অন্তর্গত ডার্টফিশের একটি ছোট গণ। এখন পর্যন্ত এই গণের ৫টি প্রজাতি আবিষ্কৃত হয়েছে।
এই গণের সদস্যরা ছোট (বরোজোর ৭ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে), উজ্জ্বল রঙের, চাপা এবং দেখতে লম্বাটে হয়। এদের একটি লম্বা পেনান্টের মতো পৃষ্ঠীয় পাখনা রয়েছে যা তারা চলার সময় সামনে পিছনে ঝাঁকাতে থাকে।
এদের সাধারণত ৬-১০০ মিটার গভীরতায় প্রবাল প্রাচীরের কাছাকাছি বা সাবস্ট্রেটের কাছাকাছি ঘোরাফেরা করতে দেখা যায়, বিশেষত বালির চ্যানেল এবং আলগা প্রবাল ধ্বংসস্তুপে পরিপূর্ণ এলাকায়। এদের খাদ্য প্রাথমিকভাবে প্লাঙ্কটন এবং অন্যান্য ছোট অমেরুদণ্ডী প্রাণী।
এগুলি হয় এককভাবে অথবা জোড়ায় দেখা যায়। তবে কিশোর বয়সে এদের কখনও কখনও ছোট দলে একই আকারের অনান্য মাছেদের সাথে দেখা যায়।
চমকে উঠলে বাপ বিপদ দেখলে এরা দ্রুত ছোট গর্ত বা ফাটলে ঢুকে পড়ে, কয়েক মিনিট পরে যখন বিপদ কেটে যায় তখন তারা বের হয়। এই দ্রুত ‘খপ’ করে ঢুকে যাবার জন্যই এ ধরণের মাছদের নাম ডার্ট (dart) ফিস হয়েছে।
Nemateleotris lavandula নামের নতুন প্রজাতিটি অগুলুপেলু রিফ, পালাউ থেকে প্রাপ্ত হলোটাইপের ভিত্তিতে এবং ফিজি, গুয়াম, জাপান এবং মার্শাল সহ পশ্চিম ও মধ্য প্রশান্ত মহাসাগরের বারোটি প্যারাটাইপের ভিত্তিতে বর্ণনা করা হয়েছে।
আগে নতুন প্রজাতিটিকে হেলফ্রিচের ডার্টফিশ (Nemateleotris helfrichi) মনে করা হতো, কিন্তু আণবিক বিশ্লেষণ উভয় প্রজাতির মধ্যে ১% পার্থক্য প্রকাশ করে। এছাড়া মরফোমেট্রিক মেজারমেন্টস, জীবনচক্র এবং সংরক্ষিত রঙের বিবরণেও বেশ পার্থক্য রয়েছে।
Nemateleotris lavandula দৈর্ঘ্যে ৫ সেমি এবং ল্যাভেন্ডার থেকে লিলাক বডি রয়েছে, যা ক্রমশ পুচ্ছের দিকে ফ্যাকাশে রঙের। প্রজাতিটি পশ্চিম ও মধ্য প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত।
নতুন এই প্রজাতিটি গবেষকরা Raffles Bulletin of Zoology জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র বর্ণনা করেন।
———
Synopsis of the ptereleotrine goby genus Nemateleotris, with description of a new species from the western and central Pacific Ocean (Teleostei: Gobiidae). Raffles Bulletin of Zoology 71: 248-266 (2022)
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।