সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
স্তন্যপায়ী প্রাণীদের একটি ছোট গণ হল Mesechinus. এখন পর্যন্ত এই গণের মাত্র ৪টি প্রজাতি বিদ্যমান ছিলো। এগুলা হলো Mesechinus dauuricus, Mesechinus hughi, Mesechinus miodon, এবং Mesechinus wangi. এর মধ্যে Mesechinus wangi দক্ষিণ-পশ্চিম চীনে পাওয়া যায় এবং অন্য তিনটি প্রজাতি প্রধানত উত্তর চীন এবং পার্শ্ববর্তী মঙ্গোলিয়া এবং সাইবেরিয়ায় জুড়ে দেখা যায়।
নতুন আবিষ্কৃত, অর্থাৎ পঞ্চম প্রজাতিটির নামকরণ করা হয়েছে Mesechinus orientalis এবং আকারে একটি ছোট আকারের হেজহগ।
এর সবচেয়ে ছোট কাঁটার দৈর্ঘ্য ১.৮-২ সেন্টিমিটির। কাঁটার গোড়া থেকে ডগা পর্যন্ত চারটি রঙের বলয় রয়েছে: দৈর্ঘ্যের গোড়ায় দুই-তৃতীয়াংশ সাদা, তারপরে ৩-৪ মিলিমিটারের কালো রিং, তারপর হালকা রঙের রিং এবং শেষে ডগায় গিয়ে কালো রং।
বাদামী, থুতুতে কালো ফুসকুড়ি রয়েছে; নাকের দিকে ছোট করে। কান ছোট এবং আশেপাশের কাঁটার সমান দৈর্ঘ্যে।
Mesechinus orientalis-কে ‘যৌন দ্বিরূপ’ বলে মনে হয়। পুরুষদের পেলজ সাধারণত ধূসর হয়, এবং বেশিরভাগ মহিলাদের লালচে বাদামী হয়।
নতুন প্রজাতি বর্তমানে শুধু পূর্ব চীনের দক্ষিণ আনহুই এবং উত্তর-পশ্চিম ঝেজিয়াং এ পাওয়া যায় বলে ধারণ করা হচ্ছে। সেখানে এদেরকে ৩০ থেকে ৭০০ মিটার উচ্চতায় স্ক্রাবল্যান্ড এবং উপক্রান্তীয় চওড়া-পাতার চিরহরিৎ বনে পাওয়া যায়।
গঠিন গত দিত থেকে Mesechinus orientalis, Mesechinus hughi এবং Mesechinus wangi তাদের পূর্বপুরুষ থেকে একই সাথে বিবর্তিত হয়েছে যা প্রায় ১১ লাখ বছর আগে।
———
A new species of forest hedgehog (Mesechinus, Erinaceidae, Eulipotyphla, Mammalia) from eastern China. ZooKeys (2023) 1185: 143-161. DOI: 10.3897/zookeys.1185.111615
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।