সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
১.৬৫ মিটার লম্বা, বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরাটি ক্যালিফোর্নিয়ার SLAC ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরিতে উন্মোচন করা হয়েছে।
২০২৪ সালের শেষের দিকে, ক্যমেরাটি চিলির সেরো পাচোনের চূড়ায় ভেরা সি রুবিন অবজারভেটরি (Vera C. Rubin Observatory)-তে ইনস্টল করা হবে। আন্দিজ পর্বতমালায়, এটি লিগ্যাসি সার্ভে অফ স্পেস অ্যান্ড টাইম (LSST) নামে একটি প্রকল্পের অংশ হিসাবে আগামী দশ বছরে প্রায় ২০০০ কোটি গ্যালাক্সির ক্যাটালগ তৈরি করবে। LSST ক্যামেরা প্রতি রাতে যে কয়েক ডজন টেরাবাইট ডেটা সংগ্রহ করবে তা মহাবিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞানকে অগ্রসর করবে, গবেষকদের রহস্যময় ডার্ক ম্যাটারের প্রকৃতির রহস্য খুলতে এবং গ্যালাক্সিগুলি কীভাবে গঠিত হয় তা আরও ভালভাবে বুঝতে সাহায্য করবে।
LSST ক্যামেরা অন্য যেকোনো ডিজিটাল ক্যামেরার মতো কাজ করে, পার্থক্য শুধ, এটা অনেক বড়। এর ১৮৯ সেন্সর, তারার মতো বস্তু থেকে নির্গত আলো ক্যাপচার করে এবং সেগুলোকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে এবং পরিশেষে ডিজিটাল ছবিতে পরিণত করতে পারবে। প্রতিটি সেন্সর প্রায় ১৬ মিলিমিটার বড় এবং একটি আইফোনের চেয়ে বেশি পিক্সেল প্যাক করে। ক্যামেরাটি মোট ৩.২ গিগাপিক্সেলের যা চাঁদে ধুলোর কণা দেখতে পাবার মতো যথেষ্ট হাই রেজোলিউশনের ছবি তুলবে। এর বৃহত্তম লেন্স, যার ব্যাস ১.৫৭ মিটার, এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে বড় লেন্স।
LSST ক্যামেরার প্রজেক্ট ম্যানেজার Vincent Riot বলেন,
“ক্যামেরার সেন্সর স্থাপন করা অত্যন্ত ব্যয়বহুল ছিল এবং যেকোনও ভুলত্রুটি সহজেই তাদের ক্ষতি করতে পারতো, তাই সেগুলিকে একত্রে রাখাটা অনেকটা “কয়েকটি ল্যাম্বরগিনিস মিলিমিটার দূরে-দূলে পার্কিং” করার মতো।”
ক্রেডিট: SLAC National Accelerator Laboratory
২০২০ সালে, ক্যামেরায় কোনো লেন্স বা শাটার ইনস্টল করার আগে, SLAC গবেষকরা একটি পিনহোলের মাধ্যমে রোমানেস্কো ফুলকপি সহ বিভিন্ন বস্তুর ছবি তুলে সেন্সরগুলি পরীক্ষা করেছিলেন। এখন যেহেতু সবকিছু লাগানো হয়েছে তাই ক্যামেরাটি পাহাড়ের চূড়ায় উঠানোর আগে পাঁচ মাসের জন্য কঠোরভাবে পরীক্ষা করা হবে যাতে পরে সমস্যা সমাধানে বাঁধা না আসে।
তারপরে এটি একটি চার্টার্ড বোয়িং 747 প্লেনে চিলির সান্তিয়াগোতে নিয়ে যাওয়া হবে। যেখানে এটিকে একটি ট্রেন গাড়িতে স্থানান্তরিত হবে এবং সেরো প্যাচোনের শীর্ষে পাঠানো হবে বসানোর জন্য।
প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।