সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
গত বছর, বিজ্ঞানীরা এখন পর্যন্ত তৈরি মানব জিনোমের সবচেয়ে সম্পূর্ণ গ্যাপলেস সিকোয়েন্স উন্মোচন করেছিলেন কিন্তু সেই সিকোয়েন্সে মাত্র একটি ছোট টুকরো অনুপস্থিত ছিল; সেটা হলো Y ক্রোমোজোম। অর্থাৎ প্রকাশিত সেই জিনোম সিকোয়েন্সে Y ক্রোমোজোম কোনো সিকোয়েন্সে ডেটা ছিলো না।
এখন, মানব ক্রোমোজোম পরিবারের এই ক্ষুদ্রতম সদস্যটি সম্পূর্ণরূপে সিকোয়েন্সে করা হয়েছে যা তিন দশক সময় ধরে সমাধান করা ধাঁধার শেষ অংশ ছিলো। এখন আমাদের হাতে মানুষের পুরো জিনোম সিকোয়েন্স রয়েছে।
গত ২৩ শে আগষ্ট Nature এ প্রকাশিত ২ টি গবেষণাপত্র এই সিকোয়েন্সকৃত Y ক্রোমোজোম নিয়ে আলোচনা করা হয়েছে।
এখন যেহেতু আমাদের কাছে Y ক্রোমোজোমের ১০০ শতাংশ পূর্ণ জিনোম সিকোয়েন্স রয়েছে, তাই আমরা এর মাধ্যমে জেনেটিক বৈচিত্র সনাক্ত এবং অন্বেষণ করতে পারবো। এর ফলে রোগ নির্ণয় এবং তার চিকিৎসা বের করা আরো সহজ হবে।
Y ক্রোমোজোমেকে সিকোয়েন্স করতে এত সময় লাগার মধ্যে একটি কারণ হচ্ছে Y ক্রমোজোমে অনেকগুলি পুনরাবৃত্তিমূলক ক্রম রয়েছে যার মধ্যে দীর্ঘ প্যালিনড্রোমও বিদ্যামান। উন্নত সিকোয়েন্সিং কৌশল এবং নতুন উদ্ভাবিত উন্নত বায়োইনফরম্যাটিক অ্যালগরিদম ব্যবহার করে ডিএনএর দীর্ঘ প্রসারিত অংশকে একত্রে সেলাই করে অবশেষে Y ক্রোমোজোমকে সম্পূর্ণরূপে ম্যাপিং করা হয়।
———
The complete sequence of a human Y chromosome. Nature (2023). DOI: 10.1038/s41586-023-06457-y
Assembly of 43 human Y chromosomes reveals extensive complexity and variation. Nature (2023). DOI: 10.1038/s41586-023-06425-6
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।