সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
ক্যান্সার একই সাথে আমাদের সমাজে সবচেয়ে সাধারণ এবং বিধ্বংসী রোগগুলির মধ্যে একটি। তাই এটির চিকিৎসার জন্য নতুন উপায়ে কাজ করা একটি স্থায়ী বৈজ্ঞানিক চ্যালেঞ্জ।
p53 নামক প্রোটিন মানবদেহের কোষকে ক্যান্সার থেকে রক্ষা করে। তবে সমস্যা হল এটি কোষে দ্রুত ভেঙ্গে যায়। গবেষকরা p53 তে মাকড়সা জালে থাকা প্রোটিন যোগ করে p53 প্রোটিনকে স্থিতিশীল করার এবং এটিকে আরও শক্তিশালী করার একটি অস্বাভাবিক উপায় খুঁজে পেয়েছেন। তারা দেখায় যে p53 এবং স্পাইডার সিল্ক মিলিয়ে এমন একটি প্রোটিন তৈরি করা সম্ভব যা আরও স্থিতিশীল এবং ক্যান্সার কোষকে হত্যা করতে সক্ষম।
——
A “spindle and thread” mechanism unblocks p53 translation by modulating N-terminal disorder. Structure, 2022; DOI: 10.1016/j.str.2022.02.013
প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।