সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় রাজবাড়ী জেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের কিছু বিজ্ঞান অনুরাগী প্রাক্তন শিক্ষার্থী দ্বারা প্রতিষ্ঠিত আমার স্কুল প্রজেক্ট (সংক্ষেপে এএসসপি) নিয়মিত বিদ্যালয় এবং অত্র এলাকার শিক্ষার্থীদের কৌতুহলী মানুষ হিসাবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। আনন্দের মাধ্যমে বিজ্ঞান এবং গণিতে পারদর্শী গড়ে তুলতে আমার স্কুল প্রজেক্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আমার স্কুল প্রজেক্ট (এএসপি) বিদ্যালয় এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি-র সহযোগিতায় “বিজ্ঞান আনন্দ – ২০২৩” উৎসবের আয়োজন করে।
১৫ এবং ১৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ, শুক্রবার এবং শনিবার, দুদিন ব্যাপি এই আনন্দ মুখর আয়োজনে বেশ কিছু প্রতিযোগিতা, মজার খেলার আয়োজন করা হয়।
বিজ্ঞান আনন্দ – ২০২৩ এর প্রথম দিন শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন করেন এনসিসি ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এবং উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির বর্তমান সভাপতি জনাব মো: শাহিদুল ইসলাম রিপন। উদ্বোধন শেষে “বিজ্ঞান আনন্দ – ২০২৩” উপলক্ষে আয়োজিত বিজ্ঞান বিতর্ক এবং দাবা খেলার প্রথম এবং দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিন বিজ্ঞান আনন্দ – ২০২৩ এর মূল ইভেন্টগুলি অনুষ্ঠিত হয়। দিন ব্যাপি অনুষ্ঠানের শুরু হয় গণিত অলিম্পিয়াড এবং ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন প্রতিযোগিতার মাধ্যমে। দুই শতাধিক শিক্ষার্থীর আয়োজনে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় শেষে ক্রমান্বয়ে চলতে থাকে বই দেখে প্রশ্ন সমাধান, ভুল খুঁজে বের করা, সুডোকু সমাধান, কল্পবিজ্ঞান লেখা প্রতিযোগিতা। এর পরপরই শুরু হয় বিজ্ঞান প্রজেক্ট এবং বিজ্ঞান দেয়ালিকা প্রদর্শন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব এম.এ. হান্নান।
সকল প্রতিযোগিতা প্রাইমারি (৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত), জুনিয়র (৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত) এবং সেকেন্ডারি (৯ম এবং ১০ম শ্রেণি), এই তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়।
দুপুর ১:০০ থেকে দুপুর ২:০০ পর্যন্ত বিরতী শেষে শুরু হয় রুবিক্স কিউব, দাবা (ফাইনাল) এবং কুইজ প্রতিযোগিতা। এসময় চলতে থাকে লুডু এবং সেভেন আপ, গণিতের টিক-ট্যাক-ট্যো, সংখ্যা মনে রাখা সহ মজার-মজার বিভিন্ন বিজ্ঞান খেলা। বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানের মূল প্রতিযোগিতা। এরপর শুরু হয় পুরষ্কার বিতরণী পর্ব। এসময় এএসপি-এর সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় “পাত্র হিসাবে আমি-ই সেরা” শীর্ষক রম্য বিতর্ক।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান সভাপতি এবং প্রাক্তন প্রধান শিক্ষক জনাব এম.এ. হান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্তমান প্রধান শিক্ষক জনাব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এএসপি-র মুখপাত্র এবং সিনিয়র শিক্ষক (গণিত) জনাব নীলমনি মণ্ডল। এসময় বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রতিযোগিদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে অতিথিগণ। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং সবশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে পর্দা নামে বিজ্ঞান আনন্দ – ২০২৩ এর।
———
বিজ্ঞান আনন্দ – ২০২৩ এর মাগাজিন পার্টনার হিসাবে বিজ্ঞানবার্তা অংশগ্রহণ করে।
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।