সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
সিংহরা লক্ষ লক্ষ বছর ধরে মানুষের মুগ্ধতা জাগিয়েছে। আমাদের বিবর্তনমূলক যাত্রার সময় আমরা যে সমস্ত বড় শিকারীর মুখোমুখি হয়েছি, সিংহ তাদের মধ্যে অন্যতম। বনের রাজাও বলা হয় তাকে। এতটাই এর প্রচার যে আজ অবধি, সিংহ বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় সংস্কৃতিতে ঐতিহ্যের একটি আইকন হিসাবে অব্যাহত রয়েছে।
তাদের ইতিহাসে শুরুটা পূর্ব আফ্রিকার, যেখানে তাদের প্রথম বিবর্তন ঘটে। শুরুটা হয়েছিল প্রায় ৮ লক্ষ বছর আগে। মধ্য প্লাইস্টোসিন যুগে, সিংহরা দ্রুত বিভিন্ন অঞ্চল বিস্তার করেছিল, এমনকি পশ্চিম ইউরোপেও পৌঁছে গিয়েছিল। প্লাইস্টোসিনের শেষের দিকে, অর্থাৎ প্রায় ১২,৫০০ বছর আগে, বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত ইউরেশিয়ান গুহা সিংহ শীর্ষ শিকারী হিসাবে পরিচিত ছিলো।
ইউরোপের প্রাচীন মানুষের সিংহের সাথে সম্পর্ক ছিল, যেমনটি গুহাচিত্র, হাতির দাঁতের ভাস্কর্য এবং সিংহের হাড়ের অলঙ্কার দ্বারা প্রমাণিত।
আগের যুগের হোমিনিন এবং সিংহের মধ্যকার সম্পর্ক নিয়ে আমাদের খুবই কম জানা আছে। প্রাথমিকভাবে আন্তঃপ্রজাতির প্রতিযোগিতা হিসাবে ব্যাখ্যা করা হতো।
ইউনিভার্সিটি অফ টুবিনজেন-এর Dr. Gabriele Russo-র নেতৃত্বে সাম্প্রতিক একটি গবেষণায় জার্মানিতে পাওয়া ৪৮,০০০ বছরের পুরনো গুহা সিংহের কঙ্কাল নিয়ে গবেষণা করা হয়। কঙ্কালের কাটা চিহ্ন এবং পাঁজরে একটি খোঁচা ক্ষত চিহ্ন থেকে বোঝা যায় যে নিয়ান্ডারথালরা কাঠের বর্শা ব্যবহার করে এই সিংহদের শিকার করেছিল।
এই গবেষণাটি নিয়ান্ডারথালরদের গুহা সিংহ শিকারের প্রাচীনতম প্রমাণের প্রতিনিধিত্ব করে। নিয়ান্ডারথালরা সম্ভবত সিংহকে মাংস প্রক্রিয়াজাত করত এবং হয়তো ব্যবহারিক উদ্দেশ্যে এর পশম ব্যবহার করত
এই আবিষ্কারটি নিয়ান্ডারথাল এবং গুহা সিংহের মধ্যে প্রাচীন সম্পর্কের মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। গবেষণাটি প্রাগৈতিহাসিক মানব আচরণের উপর বিস্তারিত জানতে সাহায্য করবে।
———
First direct evidence of lion hunting and the early use of a lion pelt by Neanderthals. Scientific Reports 13, 16405 (2023). DOI: 10.1038/s41598-023-42764-0
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।