সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
নতুন ডাইনোসর প্রজাতিটি Chasmosaurinae-এর অন্তর্গত, প্রাচীন মহাদেশ লারামিডিয়ার উত্তরাঞ্চল থেকে পরিচিত তৃণভোজী সেরাটোপসিড ডাইনোসরের একটি উপপরিবার। নতুন ডাইনোসরটির নামকরণ করা হয় Bisticeratops froeseorum নামে। এটি প্রায় ৭ কোটি ৪০ লক্ষ বছর আগে ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করত।
এর প্রায় সম্পূর্ণ মাথার খুলিটি ১৯৭৫ সালে বিস্তি/দে-না-জিন ফেডারেল ওয়াইল্ডারনেস এলাকায় অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের একটি ফিল্ড পার্টি দ্বারা সংগ্রহ করা হয়েছিল।
প্রায় ১.৭৫ মিটার লম্বা জীবাশ্মটি কির্টল্যান্ড গঠনের ফার্মিংটন মেম্বারের উপরের অংশ থেকে এসেছে। এটির বেশ কয়েকটি প্যাথলজি রয়েছে — সম্ভবত মাংসাশী টাইরানোসোরিড ডাইনোসরের কামড়ের চিহ্ন।
Bisticeratops froeseorum অন্যান্য পরিচিত চসমোসরিন ডাইনোসর থেকে আলাদা, বিশেষ করে একই ভৌগলিক অঞ্চলের পুরানো প্রজাতি থেকে।
———
A new chasmosaurine ceratopsid from the Upper Cretaceous (Campanian) Farmington Nember of the Kirtland Formation, New Mexico. New Mexico Museum of Natural History and Science Bulletin 90.
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।