সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
Eoscansor cobrensis প্রায় ৩০.৫ কোটি বছর আগে কার্বোনিফেরাস পিরিয়ডের পেনসিলভেনিয়ান সাবপিরিয়ডে বর্তমানে নিউ মেক্সিকোতে বসবাস করত।
এটি Varanopidae নামে একটি বিলুপ্ত পরিবারের অন্তর্গত। বিলুপ্ত প্রাচীন এই সরীসৃপটির দৈর্ঘ্য ছিল ২৪.৫ সেন্টিমিটার এবং ওজন ছিলো ৫৮.৩ গ্রাম। এর শারীরবৃত্তির বিভিন্ন দিক ইঙ্গিত করে যে Eoscansor cobrensis একটি আরোহণকারী সরীসৃপ ছিলো এবং সম্ভবত arboreal (গাছের বসবাসকারী) ছিলো।
ক্রেডিট: Lucas et al.
জীবাশ্মটি পাথরের দুটি ব্লকে অংশ এবং প্রতিরূপ হিসাবে সংরক্ষিত আছে যা উপরের ছবিতে ব্লক A এবং ব্লক B হিসাবে উল্লেখ করা হয়েছে।
নতুন এই বিলুপ্ত গণ এবং প্রজাতির আবিষ্কার সম্পর্কৃত বৈজ্ঞানিক গবেষণাপত্র দলটি গত ৩রা জুন Annals of the Carnegie Museum জার্নালে প্রকাশ করে।
———
A Scansorial Varanopid Eupelycosaur from the Pennsylvanian of New Mexico. Annals of Carnegie Museum 87 (3), 167-205; doi: 10.2992/007.087.0301
প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
আমার জীববিজ্ঞান নিয়ে বেশ আগ্রহ তৈরী হয়েছে; ইউটিউবে বিজ্ঞান বিষয়ক চ্যানেল ও অধ্যাপকদের কথা থেকে মূলত জানছি, গুগলে খুঁজে প্রবন্ধ পড়েও জেনে নেই। আমার অনেক জানার জিনিস আছে, জীববিজ্ঞানের কারো সাথে পরিচয় থাকলে খুব ভালো হতো। আমি কি আপনাদের কারো ইমেইল ঠিকানা পেতে পারি যেন ছোটোখাটো খটকার উত্তর বা রিসোর্স পেতে সাহায্য পাওয়া যায়?
বিশেষ করে প্রাণের বিবর্তনের নতুন নতুন গবেষণাগুলো সম্পর্কে আমার জানার আগ্রহ আছে।
আপনার লেখার জন্য অনেক ধন্যবাদ।
ফেসবুকে বিজ্ঞানবার্তা ফোরামে যুক্ত হতে পারেন। সেখানে আপনি সাহায্য চেয়ে পোস্ট করলে সাহায্য পেয়ে যাবেন আশাকরি। আর আপনি নুসরাতের সাথেও ব্যাক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন এই লিংকে গিয়ে।
– প্রকৃতি