সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
Spotify-র বিভিন্ন প্লেলিস্ট, Muza এবং Habib Wahid-এর ‘Beni Khuley’ গান থেকে শুরু করে রাস্তার পাশে ঝালমুড়ি বিক্রেতা চাচার গান থেকে পরান (২০২২), হাওয়া (২০২২)-র মতো অসাধারণ চলচিত্রের পর্দায়, সঙ্গীত সর্বত্র।
জিমে হাই-বিটের গান আপনার ওয়ার্কআউটের গতি এবং দম বৃদ্ধি করতে পারে। আবার মন্থর, বিষণ্ণ সুর খারাপ মেজাজের জন্য উপযুক্ত। সঙ্গীত আমাদের অনেকেরই জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন প্রশ্ন হচ্ছে: সঙ্গীত ঠিক কী জিনিস? আর আমি গান না বলে সঙ্গীত বলছি কেন? মূল প্রশ্নের উত্তর দেয়ার আগে ২য় প্রশ্নের উত্তর দিয়ে আপনার মনকে একটা শান্ত করি। আসলে গান আর সঙ্গীত বলতে মোটাদাগে আমি একই জিনিস বুঝাচ্ছি, তো চিন্তার করার কারণ নেই।
সঙ্গীত কী তার কোন সহজ উত্তর নেই। সময়ের ব্যবধানে বিভিন্ন সময় বিভিন্ন সংস্কৃতির মানুষ সঙ্গীতকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। কিন্তু বর্তমান পশ্চিমা সংস্কৃতিতে, সঙ্গীতে সাধারণত কিছু সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান। আমাদের দেশের সঙ্গীতও ঠিক একই ছাঁচে ফেলে মাপা যায়। গানের মূল বিল্ডিং ব্লক হল নোট। এই নোটের পিচ হাই বা লো হতে পারে, যা নির্ভর করে শব্দ তরঙ্গগুলির কম্পাঙ্কের ওপর। উদাহরণস্বরূপ, সি নোট প্রায় ২৬০ হার্টজ ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ দ্বারা তৈরি হয়। তার মানে শব্দ তরঙ্গ প্রতি সেকেন্ডে প্রায় ২৬০ বার কম্পিত হয়। উচ্চতর ফ্রিকোয়েন্সি সহ তরঙ্গগুলি হাই পিচ তৈরি করে।
কিছু নোট একসাথে মিলে হয় মেলোডি (সুর)। একই সময়ে দুটি বা ততোধিক নোট প্লে করলে পাওয়া যায় হারমনি (একতান)। নোটগুলির প্লে করার টাইমিং একটি গানের রিদম (তাল/ছন্দ) তৈরি করে। তাল/ছন্দের গতিকে বলা হয় টেম্পো।
সকল বাদ্যযন্ত্র একটি গানের সমস্ত নোটগুলি ঠিক মতো বাজাতে পারে এবং অবশ্যই দুটি আলাদা বাদ্যযন্ত্র একইভাবে বাজালেও ভিন্ন শব্দ তৈরি হবে। ধরুন একটি গিটার এবং একটি বাঁশি; একই নোটে বাজালেও শুনতে সম্পূর্ণ আলাদা শোনাবে। এর কারণ বাদ্যযন্ত্র বিভিন্ন আকার, আকৃতি এবং বাদ্যযন্ত্রটি যে উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে তার টিমব্রে (Timbre) ভিন্ন হয়ে থাকে। টিমব্রে একটি বাদ্যযন্ত্রের শব্দের গুণমান বর্ণনা করে। কেউ কেউ দাবি করেছেন যে নির্দিষ্ট ধরণের কাঠ দিয়ে তৈরি বা নির্দিষ্ট শিল্পীদের দ্বারা তৈরি যন্ত্রগুলি অন্যদের চেয়ে ভাল শোনায়। যদিও সাম্প্রতিক গবেষণা সেই ধারণাগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
আমাদের কান বাদ্যযন্ত্র দ্বারা তৈরি শব্দ তরঙ্গ সংগ্রহ করে। সেই সংকেতগুলি প্রক্রিয়াকরণের জন্য মস্তিষ্কে পাঠানো হয়। কিছু লোক অন্যদের চেয়ে ভাল পিচ বুঝতে পারে (আবার যাদের অ্যামুসিয়া/amusia নামক ব্রেইন ডিসঅর্ডার আছে, তারা পিচ আলাদা করে বুঝতে পারে না এবং তারা কোন গান শুনে সেটা সঠিক সুরে গাইতে পার না।) যারা টোনাল (সুরেলা) ভাষায় কথা বলে, যেমন চীনের ভাষা ম্যান্ডারিন, তারা পিচ বুঝতে বিশেষভাবে ভালো পারে। এই ভাষাগুলিতে, পিচগুলি শব্দগুলিকে তাদের অর্থ দিতে সাহায্য করে। সুতরাং, এই ধরনের ভাষা বলা লোকেদের বাদ্যযন্ত্রের পিচগুলিও বুঝতে সাহায্য করতে পারে। কিন্তু মস্তিষ্ক কীভাবে সঙ্গীতকে ব্যাখ্যা-বিশ্লেষণ করে সে সম্পর্কে বিজ্ঞানীদের এখনও অনেক কিছু জানার আছে।
গান মূলত শব্দ তরঙ্গ দ্বারা গঠিত। বাতাসের মধ্য দিয়ে বয়ে চলা সেই শব্দ তরঙ্গগুলি কীভাবে আমাদের কানে সঙ্গীত তৈরি করে? CrashCourse এই ভিডিয়োতে তার উত্তর রয়েছে:
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।