সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
বাইনারি নিউট্রন-স্টার সংঘর্ষ GW170817 পৃথিবী থেকে প্রায় ১২.৩ কোটি আলোকবর্ষ দূরে একটি লেন্টিকুলার গ্যালাক্সি, NGC 4993-তে ঘটেছিল। এই ঘটনাটি গামা রশ্মি, এক্স-রে, দৃশ্যমান আলো ও রেডিও তরঙ্গ সহ মহাকর্ষীয় তরঙ্গ এবং ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ উভয় দ্বারা সনাক্ত করা প্রথম ঘটনা ছিল। যাকে বলে এলাহি কান্ড!
সংঘর্ষের পরের ঘটনা সারা বিশ্বে ৭০টি কক্ষপথ এবং স্থল-ভিত্তিক টেলিস্কোপ দ্বারা পর্যবেক্ষণ করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা দ্রুত বিস্ফোরণের মাত্র দুই দিন পরে সেদিকে হাবল স্পেস টেলিস্কোপকে তাক করে।
নিউট্রন নক্ষত্র দুটি একটি ব্ল্যাক হোলে ভেঙে পড়ে যার শক্তিশালী মাধ্যাকর্ষণ সব পদার্থকে তার দিকে টানতে শুরু করে। এই পদার্থগুলি একটি দ্রুত ঘূর্ণায়মান ডিস্ক তৈরি করে যার ফলে জেট তৈরি হয় এবং তা পোলের দিকে দৌড় দেয়।
যদিও ঘটনাটি ২০১৭ সালে হয়েছিল, কিন্তু বিজ্ঞানীদের এই সম্পূর্ণ ছবি আঁকার জন্য হাবল ডেটা এবং অন্যান্য টেলিস্কোপ থেকে ডেটা বিশ্লেষণ করার উপায় নিয়ে আসতে বেশ কয়েক বছর লেগেছে।
হাবলের পর্যবেক্ষণটি একাধিক ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন রেডিও টেলিস্কোপের পর্যবেক্ষণের সাথে একত্রিত হয়ে ভেরি লং বেসলাইন ইন্টারফেরোমেট্রি (VLBI) এর জন্য/হিসাবে একসাথে কাজ করে। রেডিও ডেটা সংঘর্ষের ৭৫ দিন এবং ২৩০ দিন পরে নেওয়া হয়েছিল।
লেখকরা চরম নির্ভুলতা অর্জনের জন্য VLBI ছাড়াও ESA-এর গায়া স্যাটেলাইটের ডেটা সহ হাবল ডেটা ব্যবহার করেছেন। মেরিল্যান্ডের বাল্টিমোরের স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউটের Jay Anderson বলেন,
“এই পরিমাপটি করতে কয়েক মাস ধরে ডেটা যত্ন সহকারে বিশ্লেষণ করা হয়েছে।”
ক্রেডিট: NASA’s Goddard Space Flight Center/Elizabeth Wheatley (STScI)
বিভিন্ন পর্যবেক্ষণ একত্রিত করে, তারা বিস্ফোরণের স্থানটি চিহ্নিত করতে সক্ষম হয়েছিল। হাবলের পরিমাপ দেখায় যে জেটটি আলোর গতির সাত গুণের আপাত বেগে চলছিল। রেডিও পর্যবেক্ষণগুলি দেখায় যে জেটটি পরে আলোর গতির চেয়ে চার গুণ দ্রুত গতিতে হ্রাস পেয়েছিল। বাস্তবে, কোন কিছুই আলোর গতিকে অতিক্রম করতে পারে না, তাই এই সুপারলুমিনাল গতি মূলত ইল্যূউশন ছাড়া কিছু না।
যেহেতু জেটটি প্রায় আলোর গতিতে পৃথিবীর দিকে আসছে, তাই পরবর্তী সময়ে এটি যে আলো নিঃসৃত হয় তার কম দূরত্ব যেতে হবে। মোটকথা জেট তার নিজস্ব আলোকে তাড়া করছে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলের একজন জ্যোতির্বিজ্ঞানী Dr. Wenbin Lu বলেন,
“আমাদের ফলাফল ইঙ্গিত করে যে জেটটি আলোর গতিতে কমপক্ষে ৯৯.৯৭ গতিতে চলছিল যখন এটি চালু হয়েছিল।
———
Optical superluminal motion measurement in the neutron-star merger GW170817. Nature 610, 273–276 (2022). DOI: 10.1038/s41586-022-05145-7
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।