সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
যুক্তরাজ্যের লন্ডনে Google-এর মালিকানাধীন কোম্পানি DeepMind-র একজন কম্পিউটার বিজ্ঞানী Luis Piloto এবং তার সহযোগীরা ‘শিশুরা কীভাবে শেখে’ এমন কিছু গবেষণার দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছে। PLATO নামের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মানুব শিশুর মতো চিন্তা করতে পারে।
PLATO এর পূর্ণরুপ হল Physics Learning through Auto-encoding and Tracking Objects। এটি বস্তুর আচরণ (পারিপার্শিত অবস্থার সাপেক্ষে) সম্পর্কে সাধারণ পদার্থবিজ্ঞানের নিয়মগুলি শিখতে পারে – এবং যখন ওসকল বস্তু সেই নিয়মগুলি লঙ্ঘন করে বলে মনে হয় তখন ‘বিস্ময়’ ভাব প্রকাশ করতে পারে: অনেকটা শিশুর মতো।
সহজ কথায় বললে কৃত্রিম বুদ্ধিমত্তাটির কোনো বস্তু কোন পরিস্থিতিতে কেমন আচরণ করবে তা আন্দাজ করার ক্ষমতা রয়েছে। উদাহরণ স্বরূপ, কোনো বড় বস্তু (বড় খেলনা) তুলনামূলক ছোট স্থানে আঁটবে কী-না সেটা বোঝার ক্ষমতা আছে PLATO-র।
বিজ্ঞানীরা কিউব এবং বলের মতো সাধারণ বস্তুর অ্যানিমেটেড ভিডিও দিয়ে প্লেটোকে প্রশিক্ষণ দিয়েছে। তারা প্রায় ৩০ ঘন্টার ভিডিয়ো দিয়ে সিস্টেমটিকে প্রশিক্ষণ দিয়েছে। মূলত ভিডিয়োতে একটি বল একটি ঢালের বেয়ে গড়িয়ে যাওয়া বা দুটি বল একে অপরের থেকে কম/বেশি লাফানো ইত্যাদির মতো সহজ প্রক্রিয়া দেখিয়ে প্রশিক্ষণ দিয়েছে।
———
Intuitive physics learning in a deep-learning model inspired by developmental psychology. Nature Human Behaviour (2022). DOI: 10.1038/s41562-022-01394-8
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।