সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
চীনের উহান ভাইরোলজি ইনস্টিটিউট (Wuhan Institute of Virology)-এর গবেষকরা বাদুড়ের মধ্যে একটি নতুন করোনাভাইরাস শনাক্ত করেছেন, যা মানুষের কোষে প্রবেশ করতে সম্ভব। এটি কোভিড-১৯-এর জন্য দায়ী ভাইরাস SARS-CoV-2-এর মতো একই প্রক্রিয়া ব্যবহার করে মানবদেহে প্রবেশ করতে পারে। তবে গবেষকরা বলছেন, এই নতুন ভাইরাসটি অতীতের মহামারি সৃষ্টিকারী ভাইরাসের তুলনায় কম ক্ষতিকর।
নতুন এই ভাইরাস বিষয়ক গবেষণা পত্রটি Cell জার্নালে গত ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ এ প্রকাশিত হয়েছে।
বিগত পাঁচ বছরে ACE2 নামের একটি এনজাইম বিশ্বব্যাপী বেশ পরিচিতি লাভ করেছে করোনাভাইরাসের কারণে। এনজাইমটি SARS-CoV-2 ভাইরাসের জন্য একটি প্রবেশদ্বার হিসেবে কাজ করে। ২০০৬ সালে, HKU5-CoV নামে একটি করোনাভাইরাস বাদুড়ের মধ্যে শনাক্ত করা হয়, যা শুধুমাত্র বাদুড়ের ACE2 ব্যবহার করে সংক্রমিত হতে পারত, মানুষের জন্য কোনো ঝুঁকি তৈরি করত না।
কিন্তু এবার গবেষকরা জাপানি গৃহস্থালির বাদুড় থেকে সংগৃহীত নমুনা বিশ্লেষণ করে HKU5-CoV-এর একটি নতুন ভার্সন আবিষ্কার করেছেন, যা মানুষের ACE2 এনজাইমের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম।
এই নতুন ভাইরাস, HKU5-CoV-2, শুধু মানুষের ACE2 নয়, বরং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর ACE2 এর সাথেও সংযুক্ত হতে পারে। এর অর্থ, এটি প্রাণী থেকে প্রাণীতে ছড়িয়ে পড়তে পারে। গবেষকরা খামারে পালন করা মিঙ্ক (একটি ছোট স্তন্যপায়ী প্রাণী) এর মধ্যেও এই ধরনের ভাইরাস খুঁজে পেয়েছেন।
এখন প্রশ্ন হলো এই ভাইরাস মানুষের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? গবেষকরা HKU5-CoV-2 ভাইরাসের সংক্রমণের সক্ষমতা পরীক্ষা করতে এটাকে একটি ল্যাবে মানব কোষে প্রয়োগ করেন। দেখা যায়, ACE2 প্রোটিন বহনকারী কোষগুলিতে ভাইরাসটি সহজেই প্রবেশ করতে পারে, তবে ACE2 অনুপস্থিত কোষে এটি প্রবেশ করতে পারে না। এর অর্থ, এই ভাইরাসটি SARS-CoV-2-এর মতোই ACE2 ব্যবহার করে মানব কোষে প্রবেশ করে।
মানব শ্বাসযন্ত্র ও পরিপাকতন্ত্রের মডেলে পরীক্ষা করে দেখা গেছে যে ভাইরাসটি এসব অঙ্গের কোষে বংশবৃদ্ধি করতে পারে। তবে গবেষকরা বলেছেন, এই ভাইরাসের মানব ACE2-এ সংযুক্ত হওয়ার ক্ষমতা SARS-CoV-2-এর তুলনায় অনেক কম, যা এটিকে মহামারি সৃষ্টি করার জন্য কম ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
ভালো খবর হলো, পরীক্ষাগারে গবেষকরা HKU5-CoV-2 নিস্ক্রিয় করতে সক্ষম এমন কয়েকটি মনোক্লোনাল অ্যান্টিবডি চিহ্নিত করেছেন। এছাড়া, রেমডেসিভির ও নিরমাট্রেলভিরের মতো অ্যান্টিভাইরাল ওষুধও ভাইরাসটির বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে।
এই নতুন করোনাভাইরাস নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে, তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। গবেষকরা বলছেন, HKU5-CoV-2-এর মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম। তবুও, ভবিষ্যতে এই ভাইরাসের আরও গবেষণা করা দরকার যাতে এটি কোনো বড় বিপদের কারণ না হয়ে ওঠে।
———
Bat-infecting merbecovirus HKU5-CoV lineage 2 can use human ACE2 as a cell entry receptor. Cell (2025).
DOI: 10.1016/j.cell.2025.01.042
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।