সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
সীমথ-রা Pegasidae নামে মাছের পরিবারের সদস্য সদস্য। Pegasus এবং Eurypegasus নামের দুটি গণে মাত্র সাতটি প্রজাতির সীমথ রয়েছে। এদের দক্ষিণ আফ্রিকা থেকে হাওয়াই পর্যন্ত ইন্দো-প্যাসিফিকের নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমন্ডলীয় পানিতে ব্যাপকভাবে বিচরণ করতে দেখা যায়।
সীমথ-রা তাদের অস্বাভাবিক চেহারার জন্য বিখ্যাত। এদের রয়েছে চ্যাপ্টা দেহ, বড়-ডানার মতো পাখনা, খুব বড় থুতু (snout), এবং মোটা হাড়ের প্লেটে আবৃত শরীর।
Pegasus (গ্রীক পৌরাণিক কাহিনীর একটি প্রাণীর নামে নামকরণ করা হয়েছে) গণের সদস্য থেকে Eurypegasus গণের সদস্যের মধ্যে পার্থক্য হলো Pegasus গণের মাছের লেজে ১১ থেকে ১৪ টা রিং থাকে।
প্রথাগত চীনা ওষুধ হিসাবে প্রতি বছর লক্ষ লক্ষ সীমথ বিক্রি হয়, এবং তাদের বিতরণ পরিসর জুড়ে তাদের প্রজাতির বৈচিত্র্য এবং জনসংখ্যার প্রাচুর্য অনুমান করার জন্য আরও গবেষণা প্রয়োজন।
ক্রেডিট: Xin Wang
Pegasus sinensis বা চাইনিজ সীমথ নামে নতুন আবিষ্কৃত সীমথ প্রজাতিটি এখন পর্যন্ত শুধুমাত্র চীনের ফুজিয়ান প্রদেশের জিয়ামেন উপসাগরেই পাওয়া গেছে।
এই মাছটির দৈর্ঘ্য প্রায় ৭.৩ সেন্টিমিটার। এর শরীরের রং হালকা বাদামী থেকে ধূসর বর্ণের এবং গাঢ় বাদামী থেকে কালো রঙের দাগ দ্বারা আবৃত। এটি শরীরের উপরিভাগে উপস্থিত দাগের ঘনত্ব এবং রঙ উভয় ক্ষেত্রেই লংটেইল সীমথ (Pegasus volitans) থেকে আলাদা।
গবেষক Dr. Ying-Yi Zhang বলেন,
“আমাদের গবেষণায় ব্যবহৃত তিনটি নতুন সিকোয়েন্সকৃত সিমথের মাইটোকন্ড্রিয়াল জিনোমের উপর ভিত্তি করে, আমরা Pegasidae-এর একটি ফাইলোজেনেটিক বিশ্লেষণ পরিচালনা করেছি। আমরা দেখতে পেরেছি যে Pegasus sinensis এবং Pegasus volitans তাদের সাধারণ পূর্বপুরুষ থেকে প্রায় ৯০ লক্ষ বছর আগে আলাদা হয়ে গিয়েছিলো।”
———
A new seamoth species of Pegasus (Syngnathiformes: Pegasidae) from the East China Sea. Zoological Research, 2022, 43(4): 675-678. DOI: 10.24272/j.issn.2095-8137.2022.109
প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।