সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
IC 348 হল পার্সিয়াসের নক্ষত্রমন্ডলের উত্তর দিকে প্রায় ১০০০ আলোকবর্ষ দূরের একটি স্টার ক্লাস্টার অর্থাৎ যেখানে নক্ষত্র তৈরি হয়। কোলিন্ডার ৪১, গিংরিচ ১ এবং থিয়া ১৭ নামেও পরিচিত এই নক্ষত্র গুচ্ছে প্রায় ৪০০টি তারা রয়েছে এবং এটি প্রায় ২০ লক্ষ বছর পুরানো।
IC 348 হল পার্সিয়াসের নক্ষত্রমন্ডলের বৃহত্তর আন্তঃনাক্ষত্রিক মেঘের বড় একটি অংশ, যা সাধারণত খালি চোখে অদৃশ্য হলেও ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যে দেখলে দেখা যায় যে তারা উজ্জ্বলভাবে জ্বলে।
গবেষকরা নাসা-র স্পিটজার স্পেস টেলিস্কোপ থেকে পাওয়া ইনফ্রারেড স্পেকট্রাল ডেটা ব্যবহার করে ঔ অংশে এমন একধরণের স্পেকট্রাল প্যার্টান খুঁজে পেয়েচোন যা ট্রিপটোফ্যান নামে এক এমিনো এসডি দ্বারা তৈরি হয়। ট্রিপটোফ্যান পৃথিবীতে জীবের প্রোটিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় ২০টি অ্যামিনো অ্যাসিডগুলির মধ্যে একটি।
ক্রেডিট: Jorge Rebolo-Iglesias/NASA/Spitzer Space Telescope
গবেষণায় ট্রিপটোফ্যানের মোটামুটি ২০ টি লাইন চিহ্নিত করা হয়েছে। ট্রিপটোফ্যানের তাপমাত্রা প্রায় ২৮০ কেলভিন বা ৭ ডিগ্রি সেলসিয়াস। গবেষকরা পূর্বে একই তাপমাত্রায় IC 348 এ হাইড্রোজেন এবং পানি আবিষ্কার করেছে। গবেষণাটি ইঙ্গিত করে যে অণুটি মহাকাশের অনান্য আন্তঃনাক্ষত্রিক গ্যাসেও রয়েছে।
এই নতুন গবেষণাটি পরামর্শ দেয় যে প্রোটিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় পদার্থগুলি, যা জীবনের উত্থানের জন্য প্রয়োজনীয়, প্রাকৃতিকভাবে যে অঞ্চলে নক্ষত্র এবং গ্রহ ব্যবস্থা গঠিত হয় সেখানে ঘটে। এই পদার্থগুলি অন্যান্য নক্ষত্রকে প্রদক্ষিণকারী গ্রহ ব্যবস্থার প্রাথমিক রসায়নকেও প্রভাবিত করতে পারে। তরে এ ব্যপারে আরো গবেষণা প্রয়োজন।
———
A search for tryptophan in the gas of the IC 348 star cluster of the Perseus molecular cloud. Monthly Notices of the Royal Astronomical Society (2023).
DOI: 10.1093/mnras/stad1535
প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।