সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
বরফের দানব বা আইস জায়ান্ট খ্যাত ইউরেনাস এবং নেপচুন আমাদের সৌরজগতের সবচেয়ে অদ্ভুত গ্রহ হিসাবে বিবেচনা করা যেতে পারে। এর একটি কারণ হলো এরা নিজ অক্ষে যেদিকে ঘোরে তাদের চৌম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের দিক তার থেকে ভিন্নদিকে থাকে। গ্রহ বিজ্ঞানীরা এখনও এর জন্য সঠিক কোনো ব্যাখ্যা খুঁজে পাননি। ইউরেনাসের অরোরা থেকে হয়তো কোনো ক্লু পাওয়া যেতে পারে।
অরোরা মূলত উচ্চ শক্তিসম্পন্ন চার্জযুক্ত কণা দ্বারা সৃষ্ট হয়। এ প্লাজমা কণা চৌম্বকীয় ক্ষেত্র রেখার কারণে গ্রহের মেরুঅঞ্চলে থাকা বায়ুমণ্ডলের কণার সাথে সংঘর্ষে লিপ্ত হয়। পৃথিবীতে আরোরা বা মেরুজ্যোতি বা মেরুপ্রভা উত্তর এবং দক্ষিণ মেরুতে দেখা যায়।
ইউরেনাসের মতো গ্রহের বায়ুমণ্ডল প্রধানত হাইড্রোজেন এবং হিলিয়ামের মিশ্রণ তৈরি। ফলে তৈরি হওয়া অরোরা ইনফ্রারেডের মতো তরঙ্গদৈর্ঘ্যে আলো নির্গত করবে যা দৃশ্যমান বর্ণালীর বাইরে অর্থাৎ খালি চোখে অদৃশ্য। কিন্তু এর আগে কখনও এর চাক্ষুস প্রমাণ মেলেনি।
সম্প্রতি নতুন এক গবেষণায়, ইউনিভার্সিটি অব লিসেস্টার-এর পিএইচ.ডি. শিক্ষার্থী Emma Thomas এবং সহকর্মীরা Keck II (কেক ২) টেলিস্কোপে থাকা NIRSPEC (Near-infrared Spectrograph) যন্ত্রের সাহায্যে প্রাপ্ত ইউরেনাসের ইনফ্রারেডের কাছাকাছি বর্ণালী বিশ্লেষণ করেছেন। এবং তারা তাদের পর্যবেক্ষণে দেখতে পান যে, ইউরেনাসের বায়ুমণ্ডলে তাপমাত্রার সামান্য পরিবর্তনের সাথে H3+ ঘনত্ব স্বতন্ত্রভাবে বৃদ্ধি পায়। এর কারণ ইউরেনাসের ইনফ্রারেড অরোরার উপস্থিতি।
গবেষণাটি বিজ্ঞানীদেরকে পৃথিবীর ‘জিওম্যাগনেটিক রিভার্সাল’ নামে একটি বিরল ঘটনা সম্পর্কে এক নতুন অন্তর্দৃষ্টি দিতে পারে।
———
Detection of the infrared aurora at Uranus with Keck-NIRSPEC. Nat Astron (2023).
DOI: 10.1038/s41550-023-02096-5
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।