সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
উদাহরণস্বরূপ, ২ এবং ৩ মৌলিক সংখ্যা। আপনি যদি তাদেরকে নিজেদের বা ১ ছাড়া অন্য একটি সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করেন তাহলে আপনি একটি ভগ্নাংশ সংখ্যা পাবেন। কিন্তু অন্যদিকে ৪ মৌলিক সংখ্যা নয় কারণ একে ২ দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। পরবর্তী মৌলিক সংখ্যাটি ৫। কিন্তু ৬ মৌলিক নয়, কারণ একে ২ এবং ৩ দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। পরবর্তী কয়েকটি মৌলিক সংখ্যা হল: ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯।
কোনো সন্দেহ নেই যে অসীম সংখ্যক মৌলিক সংখ্যা আছে। কিন্তু সংখ্যা যত বড় হতে থাকে সাথে-সাথে মৌলিক সংখ্যার খোঁজও বিরল হয়ে যায়। যেমন ১ থেকে ২০ এর মধ্যে ৮ টি মৌলিক সংখ্যা আছে, ২০ থেকে ৪০ এর মধ্যে ৬ টি, ১০০০ থেকে ১০২০ এর মধ্যে ৩ টা। এমন করে কমতে থাকে। আবার বড় সংখ্যাগুলি মৌলিক কিনা তা পরীক্ষা করাও কঠিন। ফলস্বরূপ, ক্রমবর্ধমান বড় মৌলিক সংখ্যা খুঁজে পেতে প্রচুর কম্পিউটিং পাওয়াে প্রয়োজন। এখন পর্যন্ত আবিষ্কৃত বৃহত্তম মৌলিক সংখ্যাটা প্রায় আড়াই কোটি অংক দীর্ঘ। একে শুধু টেক্সট (.txt) আকারে রাখলে প্রায় ২৫ মেগাবাইট জায়গা দখল করে!
প্রাচীন গ্রিসের সময় থেকেই মানুষ মৌলিক সংখ্যার প্রতি মুগ্ধ হয়েছে। ২টি মৌলিক সংখ্যা গুণ করলে সবসময়ই পূর্ণ সংখ্যা তৈরি করা। ফলে এই মৌলিক সংখ্যাকে পূর্ণ সংখ্যার বিল্ডিং ব্লকের মতো করে তোলে।
কিন্তু মৌলিক সংখ্যার ব্যবহারিক ব্যবহারও আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হলো এনক্রিপশনে। এনক্রিপশনে হলো কম্পিউটার দ্বারা পরিচালিত ব্যক্তিগত তথ্য গোপন করার একটি প্রক্রিয়া। প্রাইম নম্বর হল এনক্রিপশন সিস্টেমের মূল উপাদান। ব্যাংকের তথ্য সহ বহু সংবেদনশীল তথ্য সুরক্ষার জন্য এনক্রিপশন ব্যবহার করা হয়।
———
বিজ্ঞান কথা-র সম্পূর্ণ তালিকা দেখুন
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।