সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
উথ অস্ট্রেলিয়ান হেল্থ অ্যান্ড মেডিক্যাল রিসার্স ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটি অব অ্যাডিলেড গবেষকরা EndoMac progenitor কোষ আবিষ্কার করেছেন, যা দুই ধরণের কোষে রূপান্তরিত হতে পারে: এন্ডোথেলিয়াল কোষ (রক্তনালী তৈরি করে) এবং ম্যাক্রোফেজ (টিস্যু মেরামত ও প্রতিরক্ষায় সহায়ক প্রতিরক্ষা কোষ)। নতুন আবিষ্কৃত এই কোষগুলি আঘাত কিংবা দুর্বল রক্তপ্রবাহ দ্বারা সক্রিয় হয় এবং নতুন রক্তনালী তৈরি করে শরীরকে দ্রুত নিরাময়ে সহায়তা করে। নতুন এই গবেষণার ফলাফল Nature Communications জার্নালে প্রকাশিত হয়েছে।
যদিও সেইম কোষের অস্তিত্বের ধারণা শত বছরেরও বেশি পুরনো। তবে এগুলো সম্প্রতি প্রাপ্তবয়স্ক ইঁদুরের অ্যাওর্টার বাইরের স্তরে আবিষ্কৃত হয়েছে। নতুন এই কোষের আবিষ্কার ডায়াবেটিসের মতো রোগের চিকিৎসার সম্ভাবনা তৈরি করেছে, যেখানে শরীর নিজে থেকে সঠিকভাবে নিরাময় করতে ব্যর্থ হয়। তবে EndoMac কোষ স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনের জন্য আদর্শ হতে পারে।
গবেষকরা ইঁদুর থেকে এই EndoMac কোষ আলাদা করে ডায়াবেটিস মডেলে পরীক্ষা করেছেন। পরীক্ষায় দেখা গেছে কয়েক দিনের মধ্যে ক্ষত নিরাময়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, যা দীর্ঘমেয়াদী ক্ষত সমস্যায় ভোগা রোগীদের জন্য একটি বিপ্লবী চিকিৎসা হতে পারে।
গবেষকরা ত্বক এবং পেশির রিজেনারেশন নিয়ে আরও গবেষণা চালাচ্ছেন এবং মানবদেহের টিস্যুতে অনুরূপ কোষ খোঁজার চেষ্টা করছেন। নতুন গবেষণাটি রক্তনালী রিজেনারেশনের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
–––
Discovery of an embryonically derived bipotent population of endothelial-macrophage progenitor cells in postnatal aorta. Nature Communications (2024)
DOI: 10.1038/s41467-024-51637-7
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।