সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
মঙ্গলগ্রহের মাটিতে ধান জন্মানোর জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদান থাকতে পারে, গত ১৩ মার্চ, ২০২৩ তারিখে Lunar and Planetary Science Conference-এ এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আরকানসাস বিশ্ববিদ্যালয়ের গ্রহ বিজ্ঞানী অভিলাশ রামচন্দ্রন। তবে ধান গাছকে বেঁচে থাকার জন্য কিছুটা সাহায্যের প্রয়োজন হতে পারে। কেননা মঙ্গল গ্রহের পৃষ্ঠে থাকা পারক্লোরেটের জন্য, পারক্লোরেট এমন একটি রাসায়নিক যা উদ্ভিদের জন্য বিষাক্ত হতে পারে।
রামচন্দ্রন এবং তার সহকর্মীরা ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমির বেসাল্ট দিয়ে তৈরি মঙ্গলের কৃত্রিম মাটিতে (MMS-1) ধানের বীজ বোপন করেন। একই সাধে তারা একটি পাত্রে সাধারণ মাটি এবং একটি পাত্রে উভয় মাটির মিশ্রনে ধানের বীজ বোপন করেন এবং সবগুলি পাত্রে দিনে একবার থেকে দুই বার পানি দেন।
সকল পাত্রেই ধান গাছ জন্মালেও কৃত্রিম মঙ্গল মাটিতে জন্মানো ধানের চারা সাধারণ এবং হাইব্রিড মিশ্রনের জান্মানো ধানের মতো উন্নত চারা ছিলো ছিলো না।
গবেষকরা যখন পার্ক্লোরেট (মঙ্গলগ্রহের পৃষ্ঠে পাওয়া বিষাক্ত রাসায়নিক) কৃত্রিম মঙ্গল মাটিতে যোগ করেন, তখন চারার অবস্থা আরও খারাপ হয়েছিল। এমনকি কিছু বীজ অঙ্কুরিতও হচ্ছিলো না। এ থেকে বোঝা যায় যে পারক্লোরেট-ই মঙ্গলগ্রহের মাটিতে ধান চাষের প্রধান বাধা।
ক্রেডিট: Gann et al.
গবেষকরা ধান গাছের জেনেটিক্স বিশ্লেষণ করেন। এসময় তারা OsSnRK1 নামের একটি জিন খুঁজে পান যেটি পার্ক্লোরেট সমৃদ্ধ মাটির প্রতি গাছের প্রতিক্রিয়ার উপর প্রভাব ফেলেছিল। তখন তারা CRISPR নামক জিন-এডিটিং কৌশল ব্যবহার করে পরিবর্তিত OsSnRK1 জিন সমৃদ্ধ ধানের বীজ তৈরি করেন সেই বীজ বোপন করেন এবং তারা দেখতে পান যে, সেই বীজগুলি অল্প পরিমাণে পার্ক্লোরেটযুক্ত মাটিতে অঙ্কুরিত এবং বেড়ে উঠতে হতে সক্ষম হয়েছিল।
গবেষকরা পরীক্ষা করে দেখেছেন যে প্রতি কিলোগ্রাম মাটিতে ৩ গ্রামের বেশি পার্ক্লোরেট থাকলে সেখানে কিছু জন্মাতে পারে না। তবে জেনেটিক্যালি মডিফাইড স্ট্রেন প্রতি কিলোগ্রাম মাটিতে ১ গ্রাম সহ্য করতে পারে।
তাদের এই গবেষণা পরামর্শ দেয় যে, মঙ্গলগ্রহের মাটিতে চাষ করার জন্য জেনেটিকালি মডিফাইড ধান তৈরি করা সম্ভব।
দলটির পরবর্তী পদক্ষেপগুলির মধ্যে রয়েছে মার্স গ্লোবাল সিমুল্যান্ট নামক একটি নতুন কৃত্রিম মঙ্গল মাটিতে একই পরিক্ষা করা, সেইসাথে অন্যান্য ধানের স্ট্রেনের ওপর গবেষণা করা।
———
Rice can grow and survive in the Martian regolith with challenges that could be overcomed through control of stress-related genes. Conference: 54th Lunar Planetary Science Conference At: Houston, Texas, 2023, article #2990
প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।