সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
গ্লোবাল ওয়ার্মিং মানব জাতির জন্য হুমকিস্বরূপ সেটা বলার অপোক্ষা রাখে না। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কার্বন ডাই অক্সাইডের নির্গমন হ্রাস করার জন্য একটি টেকসই এবং কার্যকর কৌশল খুঁজে বের করা আমাদের জন্য এখন অপরিহার্য।
বিশ্বব্যাপী প্রতি বছর ৪ বিলিয়ন টনেরও বেশি কংক্রিট উৎপাদিত হয়। সাধারণ সিমেন্ট তৈরি করতে উচ্চ তাপমাত্রা এবং জ্বালানীর দহন প্রয়োজন। যার ফলে তৈরি হয় প্রচুর কার্বন-ডাই-অক্সাইড। সিমেন্ট উৎপাদন বিশ্বব্যাপী মানব ক্রিয়াকলাপের দ্বারা মোট কার্বন নির্গমনের প্রায় ৮% এর জন্য দায়ী।
এর আগে বিজ্ঞানীরা সিমেন্টের কার্বন ফুটপ্রিন্ট কমাতে এবং একে আরো পরিবেশবান্ধব করতে বায়োচার যোগ করার চেষ্টা করেছেন। কিন্তু বায়োচার যোগে এর কার্বন ফুটপ্রিন্ট কমলেও মাত্র ৩% যোগ করার ফলে কংক্রিটের শক্তি নাটকীয়ভাবে কমে যায়।
কংক্রিট ওয়াশআউট পানি বায়োচার শোধন করার পরে, সেই বায়োচার ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির গবেষক জিয়ানমিং শি এবং ঝিপেং লি তাদের সিমেন্ট মিশ্রণে 30% পর্যন্ত করতে সক্ষম হয়েছেন সিমেন্টের দৃঢ়তা আর শক্তি না কমিয়েই।
গবেষকদের দাবি এভাবে তৈরি সিমেন্টের কংক্রিট তার জীবনকাল (সাধারণত ৩০ বছর রাস্তাতে, ৭৫ বছর সেতুতে) ধরে কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে যেতে পারবে।
———
Towards sustainable industrial application of carbon-negative concrete: Synergistic carbon-capture by concrete washout water and biochar, Materials Letters (2023). DOI: 10.1016/j.matlet.2023.134368
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।