সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) ইতিমধ্যেই মানবতার দৃষ্টিকে স্থানকালের মধ্যে আগের চেয়ে আরও প্রসারিত করেছে, যা আজ অবধি মহাবিশ্বের গভীর এবং সূক্ষতম শ্বাসরুদ্ধকর ইনফ্রারেড ছবি দিয়েছে।
NASA সবেমাত্র মানব নির্মিত সবচেয়ে উচ্চাভিলাষী টেলিস্কোপ দ্বারা ধারণ করা আরও পাঁচটি অত্যাশ্চর্য পূর্ণ-রঙের ছবি উন্মোচন করেছে।
SMACS 0723 গ্যালাক্সি ক্লাস্টার
আমরা ইতিমধ্যেই SMACS 0723 এর deep field ছবি দেখেছি, যেটি কোটি কোটি বছর (যেহেতু আলো আসতে কোটি-কোটি বছর লেখেছে সেহেতু অতীতকেই দেখা যাবে) আগের সুপ্ত গ্যালাক্সি দিয়ে কানায়-কানায় পূর্ণ। আজ, ওয়েব টিম deep field ছবিটিতে আরও কিছু অন্তর্দৃষ্টি প্রদান করেছে।
Why do some of the galaxies in this image appear bent? The combined mass of this galaxy cluster acts as a “gravitational lens,” bending light rays from more distant galaxies behind it, magnifying them. The light from the farthest galaxy here traveled 13.1 billion years to us. pic.twitter.com/XaZkngQqvg
— NASA Webb Telescope (@NASAWebb) July 12, 2022
এক্সোপ্ল্যানেট WASP-96 b
JWST-এর লক্ষ্যগুলির মধ্যে একটি ছিল এক্সোপ্ল্যানেট WASP-96 b. এটি ১,১৫০ আলোকবর্ষ দূরে একটি সূর্যের মতো নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করছে এবং এটি নক্ষত্রের এত কাছাকাছি অবস্থান করছে যে মাত্র ৩.৫ পৃথিবী-দিনে এটি তার নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করে।
WASP-96 b এর ভর বৃহস্পতির অর্ধেকেরও কম এবং ব্যাস ১.২ গুণ বেশি, তাই এটি আমাদের সৌরজগতের যে কোনো গ্যাস জায়ান্টের তুলনায় অনেক বেশি স্ফীত – এবং এর তাপমাত্রা অনেক বেশি, প্রায় ৫৩৮ ডিগ্রি সেলসিয়াস।
আকর্ষণীয় বিষয় হচ্ছে JWST এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলে মেঘ এবং কুয়াশার প্রমাণ সনাক্ত করতে সক্ষম হয়েছে।
২১শে জুন ৬.৪ ঘণ্টা সময়কালের আলোর নির্দিষ্ট রঙের উজ্জ্বলতায় ক্ষুদ্র হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করে, JWST গ্রহের চারপাশে নির্দিষ্ট গ্যাসের অণুর উপস্থিতি নিশ্চিত করতে সক্ষম হয়েছিল। এটি কোনো এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলের সবচেয়ে বিস্তারিত পর্যবেক্ষণ যা আমরা এখন পর্যন্ত পেয়েছি।
কিন্তু ব্যাপারটা কিভাবে কাজ করে? – যখন একটি এক্সোপ্ল্যানেট আমাদের এবং তার হোস্ট নক্ষত্রের মধ্যে দিয়ে যায় (যা transit হিসাবে পরিচিত) – তখন একদম খুব অল্প পরিমাণ আলো নক্ষত্রের আলো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে চলে যায় (যদি থাকে)। বিজ্ঞানীরা সেই বায়ুমণ্ডলের উপাদানগুলি দ্বারা শোষিত এবং পুনরায় নির্গত আলো থেকে উজ্জ্বল বা ম্লান তরঙ্গদৈর্ঘ্যের আলো নিয়ে আলোর বর্ণালী তৈরি করেন। সেখানে থেকে বিজ্ঞানীরা উক্ত বায়ুমণ্ডলের কী কী উপাদান রয়েছে তা বলতে পারেন।
মজার বিষয় হল যে পূর্ববর্তী পর্যবেক্ষণগুলি বলা হয়েছিলো যে, WASP-96 b এর একটি পরিষ্কার মেঘহীন বায়ুমণ্ডল ছিল। কিন্তু আমরা JWST ব্যবহার করে এর বায়ুমণ্ডলে মেঘ এবং কুয়াশার প্রমাণ সনাক্ত করতে সক্ষম হয়েছি। তাই এই অদ্ভুত এক্সোপ্ল্যানেট সম্পর্কে আমাদের এখনও অনেক কিছু জানার আছে।
এটিই কিন্তু প্রথমবার নয় যে, আমরা কোনো একটি এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলে পানি শনাক্ত করেছি – হাবল স্পেস টেলিস্কোপ ২০১৩ সালে প্রথম কোনো এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলে পানি শনাক্ত করেছিল। তবে ওয়েবের সনাক্তকরণটি আরও দ্রুততর এবং আরও বিশদ যেটি আমাদের আরো অনেক কিছু অনেক দ্রুত জানতে সাহায্য করবে।
Southern Ring Nebula
Southern Ring Nebula (NGC 3132), প্রায় ২,৫০০ আলোকবর্ষ দূরে অবস্থিত, এটি দক্ষিণ নক্ষত্রমন্ডল Vela-য় অবস্থিত একটি চমৎকার, উজ্জ্বল ব্লব। এর কেন্দ্রে রয়েছে দুটি তারা। যার মধ্যে সবচেয়ে অনুজ্জ্বলটি হলো একটি শ্বেত বামন নক্ষত্র। প্রথমবারের মতো, JWST প্রকাশ করতে সক্ষম হয়েছে যে এই অনুজ্জ্বল তারাটি ধুলোয় আবৃত এবং অন্যদিকে উজ্জ্বল নক্ষত্রটি তার জীবনদশার প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং একদিন তার নিজস্ব নেবুলাতে বিস্ফোরিত হবে।
১৯৯৮ সালে হাবল স্পেস টেলিস্কোপ দ্বারা তোলা Southern Ring Nebula এর ছবির সাথে তুলনা করলেই বোঝা যাবে যে, নতুন তোলা ছবিটি কত বিস্তারিত…
Stephan’s Quintet
Stephan’s Quintet হল ২৯ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত গ্যালাক্সির একটি দল। JWST-র তোলা Stephan’s Quintet-এর ছবিটি বিশাল আকারের যাতে ১৫ কোটিরও বেশি পিক্সেল রয়েছে। এটি প্রায় ১০০০ ইমেজ ফাইল থেকে তৈরি করা হয়েছে।
ছবিটির একদম উপরের গ্যালাক্সি NGC 7319-তে বিজ্ঞানীরা একটি বিশাল ব্ল্যাক হোলের চারপাশে ঘূর্ণায়মান পদার্থ সনাক্ত করেছেন। এর খেয়ে ফেলা উপাদান থেকে যে আলোক শক্তি নির্গত করছে তা আমাদের সূর্যের চার হাজার কোটি গুণ।
পাঁচটি গ্যালাক্সি দেখা গেলে, তাদের মধ্যে মাত্র চারটি আসলে একসাথে কাছাকাছি অবস্থান করে – বাম দিকের একটি (NGC 7320) ৪ (চার) কোটি আলোকবর্ষ দূরে এবং অন্যগুলি প্রায় ২৯ কোটি আলোকবর্ষ দূরে।
আপনি JWST তোলা ছবিটিতে ২০০৯ সালের হাবলের তোলে একই ছবির (নিচে) সাথে তুলনা করতে পারেন।
Carina Nebula
পরিশেষে, ১০০ এর বেশি নক্ষত্র সহ ক্যারিনা নেবুলা যে অংশ আমরা আগে কখনো দেখিনি তার ছবি। এই অবিশ্বাস্য ছবিটি NGC 3324 ক্লাস্টারের প্রান্তীয় অংশ দেখায়।
‘Cosmic Cliffs’ নামে ডাকা এই ছবির সবচেয়ে উঁচু চূড়াটি বিস্ময়কর ৭ আলোকবর্ষের উচ্চতার।
মাথা নষ্ট বিষয় হলো আমরা সবাই এসব তারকার উপাদান দিয়েই গঠিত যা আমরা এই ছবিগুলিতে দেখতে পাচ্ছি।
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।