সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
NGC 5495 হাইড্রা নক্ষত্রমণ্ডলে প্রায় ৩১ কোটি ৯০ লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত একটি গ্যালাক্সি বা ছায়াপথ। NGC 5495 ছাড়াও ESO 511-10, IRAS 14095-2652 এবং LEDA 50729 নামে পরিচিত এই সর্পিল গ্যালাক্সি ১৩ই মে, ১৮৩৪ সালে ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী জন হার্শেল আবিষ্কার করেন।
NGC 5495 কে Seyfert গ্যালাক্সি হিসাবেও শ্রেণীবদ্ধ করা হয়। Seyfert গ্যালাক্সি মূলত উজ্জ্বল কেন্দ্রীয় অঞ্চল সহ এক ধরনের গ্যালাক্সিকে বোঝায়।
হাবল জ্যোতির্বিজ্ঞানীরা বলেন,
“এই আলোকিত কোরগুলি (যা সক্রিয় গ্যালাকটিক নিউক্লিয়াস নামে পরিচিত) সুপারম্যাসিভ ব্ল্যাক হোলে পড়া ধূলিকণা এবং গ্যাস দ্বারা নির্গত আলো দ্বারা আধিপত্য বিস্তার করে। তবে সুপারম্যাসিভ ব্ল্যাক হোলে পড়তে থাকা বস্তুর দ্বারা সৃষ্ট আলোর সাথে নক্ষত্র গঠনের অঞ্চল এবং বিদ্যমান নক্ষত্রের আলো; সবই গ্যালাকটিক কোরের উজ্জ্বলতায় অবদান রাখে। এই ছবিটি অন্যান্য ছায়াপথের মাঝে লুকিয়ে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল অধ্যয়নরত বিজ্ঞানীদের দ্বারা ধারণ করা পর্যবেক্ষণের একটি সিরিজ থেকে ডেটা সংগ্রহ করে তৈরি করা হয়েছে।”
তারা আরো জানান,
“গ্যালাক্সির কেন্দ্রীয় অঞ্চলগুলি অধ্যয়ন করা বেশ চ্যালেঞ্জিং কাজ।”
হাবলের ক্রিস্টাল-ক্লিয়ার ভিশন জ্যোতির্বিজ্ঞানীদের NGC 5495 এর মূল অংশে আলোর বিভিন্ন উৎসকে বিচ্ছিন্ন করতে সাহায্য করেছে। হাবলের সংগ্রহ করা ডেটা থেকে তারা সুনির্দিষ্টভাবে গ্যালাক্সিটির কোরে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোলকে পর্যবেক্ষণ করতে পেরেছে। NGC 5495-এর পাশাপাশি, এই হাবল ছবিতে দুটি নাক্ষত্রিক ইন্টারলোপার দৃশ্যমান। একটি NGC 5495 এর কেন্দ্রের ঠিক বাইরে এবং অন্যটি গ্যালাক্সির পাশাপাশি।
যদিও তারা আকাশে একই অবস্থানে অবস্থান করে, কিন্তু এই বস্তুগুলি পৃথিবী থেকে NGC 5495 এর চেয়ে অনেক-অনেক বেশি কাছাকাছি: মূলত তারা আমাদের নিজস্ব মিল্কিওয়ের নক্ষত্র। উজ্জ্বল নক্ষত্রগুলি ক্রিস-ক্রস ডিফ্র্যাকশন স্পাইক দ্বারা বেষ্টিত।
প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।