সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
NASA/ESA/CSA-র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) মহাবিশ্বের একটি অদ্ভুত গ্যালাক্সির ছবি তুলেছে যার নাম কার্টহুইল (Cartwheel) গ্যালাক্সি। অতিরিক্ত ধূলিকণার জন্য এটি বেশ অস্পষ্ট, যার ফলে এটিকে অধ্যয়ন করা কঠিন বেশ কঠিন কাজ। তবে JWST এর নতুন ছবিগুলি এই অদ্ভুত গ্যালাক্সিটিকে আগের চেয়ে আরও বিশদভাবে দেখার এবং জানার সুযোগ করে দেবে।
১৯৪১ সালে ফ্রিটজ্ জুইকির আবিষ্কার করা কার্টহুইল গ্যালাক্সি প্রায় ৫০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত একটি অদ্ভূত গ্যালাক্সি। প্রায় ১৫০,০০০ আলোকবর্ষ ধরে বিস্তৃত এই গ্যালাক্সিটি। গবেষকরা বিশ্বাস করেন এটি একসময় আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মতো একটি সর্পিল গ্যালাক্সি ছিল। কিন্তু তারপর একটি তুলনামূলক ছোট গ্যালাক্সি একে বুলেটের মতো আঘাত করে। এর ফলে গ্যালাক্সিতে থাকা নক্ষত্র এবং গ্যাস তরঙ্গের মতো চারিদিকে ছড়িয়ে পরে এবং বর্তমাস নেস্টেড রিং-এর আকার তৈরি করে অর্থাৎ একটা রিং-এর মধ্যে আরেকটি রিং।
কার্টহুইল গ্যালাক্সির গঠন অত্যন্ত জটিল এবং প্রচন্ডভাবে বিরক্তির বলে উল্লেখ করা হয়। কার্টহুইল দুটি রিং বা বলয় নিয়ে গঠিত। গ্যালাক্সির কেন্দ্রে অপেক্ষাকৃত পুরানো নক্ষত্রকে ঘিরে থাকা অভ্যন্তরীণ বলয়টি বেশিরভাগই উষ্ণ, উজ্জ্বল ধূলিকণা দিয়ে তৈরি তবে এই বলয়ের মধ্যে রয়েছে কিছু বিশালাকার নতুন নক্ষত্রের ক্লাস্টার। বাইরের বলয়টি ঠিক ছবির মতো বা তার থেকে বেশি ডায়নামিক। এটি বাইরের দিকে যখন প্রসারিত হয় তখন এটি গ্যালাক্সির চারপাশের গ্যাসের মধ্য দিয়ে গুলির মতো চুর্ণ-বিচুর্ণ করে যায় এবং নক্ষত্রের গঠনের বিস্ফোরণ ঘটায়, যা চারপাশের ধুলোকে আলোকিত করে ছবির মতো এরকম অদ্ভূদ গঠন তৈরি করেছে।
ক্রেডিট: NASA, ESA, CSA, STScI, Webb ERO Production Team
দুটি বলয়কে সংযুক্তকারী স্পোকের মধ্যে প্রচুর নক্ষত্র গঠনের ক্ষেত্র রয়েছে, যা গ্যালাক্সির সর্পিল বাহুগুলির অবশিষ্টাংশ বলে মনে হয়। এই স্পোকগুলি ২০১৮ সালে প্রকাশিত হাবল টেলিস্কোপের পর্যবেক্ষণের ছবিতে স্পষ্ট থাকলেও ওয়েবের তোলা ছবিটিতে নক্ষত্রগুলি অনেক বেশি বিশদ হয়ে উঠেছে যা বিজ্ঞানীদের আরো তথ্য পেতে সাহায্য করবে। স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউট (STScI)-র কার্ল গর্ডন বলেছেন,
“এই ধূলিকণা; স্পোকের পাশাপাশি চাকার রিমকে আলোকিত করছে যা দেখতে বেশ সুন্দর। নতুন ছবিটি আমাদের বলছে যে এর মধ্যে প্রচুর তারকা গঠনের রান্না চলছে, হয়তো আমরা যা ভেবেছিলাম তার চেয়েও বেশি।”
এই চিত্রটি গ্যালাক্সির নীচে ডানদিকে তারা গঠনের একটি অঞ্চলও প্রকাশ করেছে যা গবেষকদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি উজ্জ্বল। গবেষকরা চিত্রটি বিশ্লেষণ করে অনেক তথ্য জানতে পারবে, যেমন: কার্টহুইল গ্যালাক্সিটি কীভাবে বিকশিত হচ্ছে এবং সংঘর্ষের পরে স্থির হওয়ার সাথে সাথে ভবিষ্যতে এটি কেমন হতে পারে ইত্যাদি।
প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
হাবলের থেকে তো খুব বেশি পার্থক্য না
But still significant