সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
কম্পিউটার কীভাবে শব্দ থেকে পাখি চিনতে শিখতে পারে? এর উত্তর খুঁজতে গিয়ে গবেষকরা BirdNET নামের একটি আ্যপ তৈরি করেছেন। BirdNET অ্যাপটি মেশিন-লার্নিং চালিত টুল ব্যবহার করে শুধুমাত্র শব্দের মাধ্যমে ৩,০০০ টিরও বেশি পাখি শনাক্ত করতে পারে (এ সংখ্যা নিয়মিত হালনাগাদ করা হবে বলে গবেষকরা জানিয়েছেন)। শুধু তাই নয়, এটি তা থেকে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক ডেটা তৈরি করতে পারে।
গত ২৮শে জুন PLOS Biology জার্নালে প্রকাশ করা একটি গবেষণা নিবন্ধে যুক্তরাষ্ট্রের K. Lisa Yang Center for Conservation Bioacoustics at the Cornell Lab of Ornithology-এর গবেষক Dr. Connor Wood এবং তার সহকর্মীরা পাখি সনাক্তকরণে সাধারণ নাগরিকের অংশগ্রহণ সহজ করতে BirdNET অ্যাপটির গুরুত্ব তুলে ধরেন। তারা আরো আলোচনা করেন কীভাবে এটি নাগরিক বিজ্ঞানের প্রতিবন্ধকতা কমাবে। যেহেতু অংশগ্রহণের জন্য সাধারণ নাগরিকদের পাখি সনাক্তকরণের দক্ষতা প্রয়োজন পরবে না; ব্যবহারকারীরা কেবল অ্যাপটিতে ট্যাপ করে পাখির শব্দ রেকর্ড করার মাধ্যমে পাখি শনাক্ত করতে পারবে।
BirdNET কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে পাখির প্রজাতি সনাক্ত করতে পারবে এবং আরো গবেষণায় ব্যবহারের জন্য শব্দ রেকর্ডিং ক্যাপচার করে BirdNET সার্ভারে জমা রাখবে।
Dr. Connor Wood জানান,
স্মার্টফোনের বিস্তর ব্যবহার এবং আমাদের নতুন মেশিন লার্নিং অ্যালগরিদমের পাখি-সম্পর্কিত গবেষণার জন্য নতুন সম্ভাবনা তৈরি করে।
BirdNET অ্যাপটি ব্যবহার করলে প্রথমে সেটি অডিও রেকর্ড করবে এবং সেই অডিও এবং মেটাডেটা (তারিখ, সময় এবং অবস্থান) BirdNET সার্ভারে পাঠানো হবে। সার্ভারে কৃত্রিম বুদ্ধিমত্ত ব্যবহার করে পাখির প্রজাতি বেশ নিঁখুতভাবে সনাক্ত করা হবে এবং সেটা quantitative confidence score সহ পাখির প্রজাতির নাম ব্যবহারকারীর ফোনে দেখাবে।
raw audio, quantitative confidence score, এবং মেটাডেটা পরবর্তী গবেষণা ব্যবহারের জন্য সার্ভারে সংরক্ষিত হবে। সমস্ত পর্যবেক্ষণ বেনামী, এবং কোন ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করা হয় না। কিন্তু প্রমাণ কী? – তাদের অ্যাপ ওপেন-সোর্স। যে কেউ কোড চেক করে দেখতে পারে যে তাতে কোনো গোপন ট্র্যাকার আছে কী না।
এখন প্রশ্ন হচ্ছে অ্যাপটি কতটুকু নির্ভরযোগ্য? – অ্যাপটি নির্ভরযোগ্য বৈজ্ঞানিক ডেটা তৈরি করতে পারে কিনা তা পরীক্ষা করার জন্য, গবেষকরা চারটি পরীক্ষার ক্ষেত্রে নির্বাচন করেছেন যেখানে প্রচলিত গবেষণা ইতিমধ্যেই পাখির উপস্থিতি সম্পর্কৃত একটা ডেটা ম্যাপ তৈরি করা হয়েছে। BirdNET অ্যাপ দ্বারা করা ঔ চারটি অঞ্চলে পরিক্ষাতেও অনুরুপ ফলাফল পাওয়া গেছে।
চারটি পরীক্ষার ক্ষেত্রে ব্যবহৃত ডেটা সর্বজনীনভাবে উপলব্ধ, এবং লেখকরা সম্পূর্ণ ডেটাসেট উন্মুক্তের জন্য কাজ করছেন।
———
The machine learning–powered BirdNET App reduces barriers to global bird research by enabling citizen science participation. PLOS Biology, 2022; 20 (6): e3001670
DOI: 10.1371/journal.pbio.3001670
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।