সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
গত কয়েক সপ্তাহ ধরে, পৃথিবীর কক্ষপথে একটি ছোট “চাঁদ” বা মিনি-মুন অবস্থান করছে, যা আকারে প্রায় একটি বাসের সমান। এই বস্তুটি আসলে কোনো চাঁদ নয়, বরং 2024 PT5 নামের একটি গ্রহাণু। গ্রহাণুটি ২৯ সেপ্টেম্বর, ২০২৪ এ পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছে এবং ২৫ নভেম্বর পর্যন্ত অবস্থান করবে।
বিজ্ঞানীরা এই ধরনের বস্তুকে “মিনি-মুন” বলে থাকেন। এই গ্রহাণুটি আগস্ট মাসে ATLAS (Asteroid Terrestrial-impact Last Alert System) দ্বারা আবিষ্কৃত হয়। গবেষকরা গ্রহাণুটি সম্পর্কে একটি ননপিয়ার-রিভিউড গবেষণা পত্র The Research Notes of the AAS জার্নালে প্রকাশ করেছেন।
অ্যামেচার জ্যোতির্বিজ্ঞানী টনি ডান 2024 PT5-এর পথের একটি সিমুলেশন শেয়ার করেছেন। ডানের সিমুলেশন অনুযায়ী, এটি পৃথিবীর কক্ষপথের প্রায় ২৫% ইতিমধ্যে সম্পন্ন করেছে, যদিও এটি সম্পূর্ণ একটি কক্ষপথ সম্পন্ন করবে না।
Newly-discovered #asteroid 2024 PT5 is about to undergo a “mini-moon event” when its geocentric energy becomes negative from September 29 – November 25.https://t.co/sAo1qSRu3J pic.twitter.com/pVYAmSbkCF
— Tony Dunn (@tony873004) September 10, 2024
2024 PT5 খালি চোখে দেখা যানা, এমনকি টেলিস্কোপ দিয়েও সহজে দেখা যাবে না। নাসার সুত্রমতে এর অ্যবসিলিউট ম্যাগনিটিউট সর্বোচ্চ ২৭.৫৯৩, যা খুবই ডিম। সাধারণ চোখে আমরা সর্বোচ্চ ৬.৫ ম্যাগনিটিউটের বস্তু দেখতে পারি এবং সাধারণ টেলিস্কোপ দিয়ে প্রায় ১৬ বা ১৭। এই মিনি-মুনটি দেখতে হলে একটি অনেক বড় টেলিস্কোপের প্রয়োজন হবে।
মিনি-মুন খুব একট বিরল ঘটনা নয়; প্রায় প্রতি বছরই এটি ঘটে।
–––
A Two-month Mini-moon: 2024 PT5 Captured by Earth from September to November. Res. Notes AAS (2024)
DOI: 10.3847/2515-5172/ad781f
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।