সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
প্রাইমেটরা স্তন্যপায়ী প্রজাতির একটি দল। এই গোষ্ঠীতে মানুষ এবং মানুষের নিকটাত্মীয় প্রাণীদের পরিবার অন্তর্ভুক্ত। মানুষের নিকটতম জীবিত আত্নীয়, শিম্পাঞ্জি এবং বোনোবোস হল প্রাইমেট। এই নরবানরা আমাদের ডিএনএর প্রায় ৯৯ শতাংশ শেয়ার করে অর্থাৎ ওদের এবং আমাদের ডিএনএর মধ্যে ৯৯ শতাংশ মিল। অন্যান্য নরবানর, যেমন গরিলা এবং ওরাঙ্গুটানও প্রাইমেট। এছাড়া ছোট নরবানর – যাদের গিবন বলা হয় – যেমন: বেবুন, ম্যাকাক এবং হাউলার বানর ইত্যাদিও প্রাইমেটদের আরেকটি গ্রুপের সদস্য। আবার প্রসিমিয়ান, যেমন বুশবেইবি, লেমুর এবং লজ্জাবতী বানরও প্রাইমেটেদের অন্তর্গত।
প্রাইমেটদের ২০০টিরও বেশি প্রজাতি রয়েছে। এগুলি আকারে ছোট, ইঁদুর-আকারের লেমুর থেকে বড় আকারের গরিলা পর্যন্ত হয়ে থাকে। তবে বেশিরভাগ প্রাইমেটদের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য বিদ্যামন। এর মধ্যে একটি হলো, বড় মস্তিষ্ক। প্রাইমেটদের তুলনামূলক বড় মস্তিষ্ক থাকে। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মতো এদের বড় নাক নাও থাকতে পারে, তবে এদের দৃষ্টিশক্তি দুর্দান্ত। অন্যান্য একই আকারের প্রাণীদের তুলনায় প্রাইমেটরা ধীরে ধীরে বড় হয় এবং তুলনামূলক দীর্ঘ সময় বাঁচে। এছাড়াও এদের জটিল সামাজিক গোষ্ঠীতে বসবাস করার প্রবণতা রয়েছে। এদের মধ্যে সন্তান বড় করার প্রবণতা দেখা যায়। বেশিরভাগ প্রাইমেট গ্রীষ্মমন্ডলীয় বা উপক্রান্তীয় বনে বাস করে। অনেক প্রজাতি আবার গাছে বাস করে।
বৃক্ষ-নিবাস জীবনধারায় প্রাইমেটদের আরেকটি বৈশিষ্ট্য কাজে আসে। আক্ষরিক অর্থে, প্রাইমেটদের হাত ‘ধরার’ জন্য নির্মিত। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের যেখানে আঙ্গুল শক্ত নখর বা খুর দিয়ে আবদ্ধ থাকে, সেখানে প্রাইমেটদের প্রায়শই চ্যাপ্টা নমনীয় নখ এবং সংবেদনশীল আঙুলের প্যাডের সংখ্যা থাকে। হতের এই বৈশিষ্ঠ্য তাদের ধরে রাখতে সাহায্য করে। মানুষ এবং অন্যান্য প্রাইমেট এই বৈশিষ্টকে কাজে লাগিয়ে বেশ উপকৃত হয়।
একবাক্যে
মানুষ শিম্পাঞ্জি, বেবুন এবং অন্যান্য প্রাইমেটদের তুলনায় অনেক কম ঘুমায়।
——
বিজ্ঞান কথা-র সম্পূর্ণ তালিকা দেখুন
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।