সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
নাসার পার্সিভিয়ারেন্স রোভারটি গত বছর অবতরণ করার পর থেকে মঙ্গল গ্রহের জেজেরো ক্রেটারের ধুলোময় এবং পাথুরে ল্যান্ডস্কেপ জীবনের উপস্থিতি অনুসন্ধান করে যাচ্ছে। কিন্তু এবার রোভারটি লাল গ্রহের পৃষ্ঠে জীবনের পরিবর্তে মানুষের আবর্জনা খুঁজে পেয়েছে।
গত মঙ্গলবার, পার্সিভিয়ারেন্স দল তাদের অফিশিয়াল টুইটারে ছবিটি শেয়ার করেছে। তাদের মতে আবর্জনাটি অবতরণ করার সময় রোভারটিকে চরম তাপমাত্রা থেকে রক্ষা করতে ব্যবহৃত তাপীয় কম্বলের একটি টুকরো।
My team has spotted something unexpected: It’s a piece of a thermal blanket that they think may have come from my descent stage, the rocket-powered jet pack that set me down on landing day back in 2021. pic.twitter.com/O4rIaEABLu
— NASA's Perseverance Mars Rover (@NASAPersevere) June 15, 2022
এটিই কিন্তু মঙ্গল গ্রহে রোভারের একমাত্র আবর্জনা টুকরো নয়। এবছর এপ্রিল মাসে, নাসার ইনজেনুইটি হেলিকপ্টার মঙ্গলে আরো একটি আবর্জনার দৃশ্য ক্যাপচার করেছিল – সেটি ছিলো মুলত পার্সিভিয়ারেন্স রোভারের ল্যান্ডিং গিয়ার।
পার্সিভিয়ারেন্স প্রধান লক্ষ্য হল তার ল্যান্ডিং সাইট জেজেরো ক্রেটার, একটি প্রাচীন নদী ব-দ্বীপের কাছে প্রাচীন জীবাণুজীবের চিহ্ন খুঁজে বের করা।
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।