সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
Zosterops হল প্যাসারিন পাখির একটি প্রজাতি যা Zosteropidae পরিবারের কমন বৈশিষ্ট্য, সাদা-চোখ ধারণ করে। ১৮২৭ সালে প্রথম খুঁজে পাওয়ার পর থেকে এখন পর্যন্ত এই গণে ১০০টিরও বেশি প্রজাতি আবিষৃত হয়েছে যা সাধারণত আফ্রোট্রপিকাল, ইন্দোমালয়ান এবং অস্ট্রেলাসিয়ান অঞ্চলে বসবাস করে।
এই গণের পাখিবা খুব ভালো দ্বীপে কলোনাইজ করতে পারতে, যেহুতৃ এক-একটা দ্বীপ অন্য দ্বীপ থেকে বিচ্ছিন্ন তাই উৎস জনসংখ্যা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর বিভিন্ন দ্বীপ ভেদে অনেক বেশি হোয়াইট-আই প্রজাতি এত দ্রুত বিবর্তিত হয়েছে।
Zosterops গণের সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ বৈশিষ্ট্য হল চোখের চারপাশে একটি সুস্পষ্ট সাদা পালকের বলয়, যদিও কিছু প্রজাতিতে এর অভাব রয়েছে।
বৈজ্ঞানিকভাবে Zosterops paruhbesar নামে বর্ণনাকৃত নতুন প্রজাতিটি ইন্দোনেশিয়ার ওয়াকাটোবি দ্বীপপুঞ্জে প্রায় ১৫৫ বর্গ কিলোমিটারের একক দ্বীপ ওয়াঙ্গি-ওয়াঙ্গিতে সীমাবদ্ধ।
ট্রিনিটি কলেজ ডাবলিনের অধ্যাপক Nicola Marples বলেন,
“নতুন প্রজাতিটি একটি বিশেষ আবিষ্কার, কারণ এটি শুধুমাত্র একটি ছোট দ্বীপে পাওয়া যায় এবং এর নিকটতম আত্মীয়রা ২,৯০০ কিলোমিটার দূরে বাস করে। পাখিটি স্থানীয়ভাবে সচরাচর দেখা গেলেও এর আবাসস্থল হ্রাস পাচ্ছে।”
Zosterops paruhbesar নামে বর্ণনা করা পাখিটি Zosterops প্রজাতির অন্যান্য সদস্যদের থেকে আকারগত এবং জিনগত, উভয় দিক থেকে অত্যন্ত স্বতন্ত্র।
অধ্যাপক Marples এবং তার সহকর্মীরা জানান,
“অন্যান্য আঞ্চলিক Zosterops প্রজাতির তুলনায় এর দেহ এবং বিলের আকারে যথেষ্ট বড়। এর ক্ষুদ্র এলাকা দখল এবং পাখির ব্যবসার হুমকির পরিপ্রেক্ষিতে, আমরা IUCN স্ট্যাটাসকে “Endangered” করার সুপারিশ করছি।”
———
A distinct new species of Zosterops White-eye from the Sulawesi Region, Indonesia. Ibis (2022). DOI: 10.1111/ibi.13148
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।