সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
চাইনিজ একাডেমি অব সায়েন্সেস (CAS) এর অধীনে ইন্সটিটিউট অব মডার্ন ফিজিক্স (IMP) এর গবেষকরা সফলভাবে একটি নতুন প্লুটোনিয়াম আইসোটোপ, প্লুটোনিয়াম-২২৭ সংশ্লেষণ করেছেন। এই গবেষণাটি গত ৩ অক্টোবর, ২০২৪ এ Physical Review C জার্নালে প্রকাশিত হয়।
এই আবিষ্কারটি নিউক্লিয়ার ফিজিক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ট্রান্সইউরেনিয়াম ইলিমেন্টের ক্ষেত্রে, মানে যেই পরমাণুগুলো পর্যায় সারণীতে ইউরেনিয়ামের পরে অবস্থান করে।
প্লুটোনিয়াম-২২৭ হল IMP কর্তৃক আবিষ্কৃত ৩৯তম নতুন আইসোটোপ, এবং এটি প্রথম প্লুটোনিয়াম আইসোটোপ যা চীনা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন।
প্লুটোনিয়াম-২২৭ বিশেষভাবে ইউনিক কারণ এটি একটি “খুব কম নিউট্রন সম্পন্ন প্লুটোনিয়াম আইসোটোপ”। এই বিরল আইসোটোপটি তৈরি করার জন্য, গবেষণা দলটি হেভি আয়ন রিসার্চ ফ্যাসিলিটি ইন লানঝাউ (HIRFL) এ ফিউশন ইভাপোরেশন প্রতিক্রিয়া ব্যবহার করেছেন।
তারা একটি বিশেষায়িত যন্ত্র, স্পেকট্রোমিটার ফর হেভি অ্যাটমস এন্ড নিউক্লিয়ার স্ট্রাকচার (SHANS) নামে পরিচিত গ্যাস-ভর্তি রিকয়েল সেপারেটর ব্যবহার করেন। নবম পর্যবেক্ষিত ডিকে চেইন থেকে, গবেষকরা প্লুটোনিয়াম-২২৭ এর 𝛼-কণা শক্তি এবং হাফ-লাইফ প্রায় ৮১৯১ কেভি এবং ০.৭৮ সেকেন্ড হিসাবে মাপেন। এই ডেটাগুলো বিদ্যমান প্লুটোনিয়াম আইসোটোপগুলোর সিস্টেমেটিক্সের সাথে বেশ ভালোভাবে মিলে যায়।
IMP-এর প্রফেসর গান জাইগু বলেন, “আমরা নিপ্টুনিয়াম আইসোটোপগুলোর মধ্যে শেল ক্লোজারের উপস্থিতি আবিষ্কার করেছি। তবে, পরীক্ষামূলক ডেটার অনুপস্থিতির কারণে প্লুটোনিয়াম আইসোটোপগুলোর ক্ষেত্রে এই ক্লোজারের দৃঢ়তা এখনো অজানা।”
গবেষণা দলটি আরও প্লুটোনিয়াম আইসোটোপ নিয়ে গবেষণা করার পরিকল্পনা করছে, যার মাধ্যমে প্লুটোনিয়ামের শেলের পরিবর্তন সম্পর্কে গভীরতর ধারণা পাওয়া যাবে।
–––
𝛼 decay of the new isotope 227Pu. Physical Review C (2024)
DOI: 10.1103/PhysRevC.110.044302
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।