সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
প্যাক আকারে একসাথে সাঁতার কাটা শুক্রাণু পুরু যোনিরস এবং জরায়ুর শ্লেষ্মার মধ্য দিয়ে সামনের দিকে ঠেলে এগিয়ে যেতে পারে যা একা সাঁতার কাটা শুক্রানু সবসময় পারে না।
শুক্রাণুকে প্রায়ই একটি ডিম্বাণু নিষিক্ত করার জন্য একে অপরের বিরুদ্ধে প্রতিযোগী হিসাবে উপস্থাপন করা হয়ে থাকে। কিন্তু নর্থ ক্যারোলিনা এগ্লিকালচারাল এন্ড টেকনিকাল স্টেট বিশ্ববিদ্যালয়ের Chih-Kuan Tung জানান এমন ধারণা মাইক্রোস্কোপ স্লাইড এবং অন্যান্য পরীক্ষাগার সেটিংসের সমতল পৃষ্ঠের ওপর শুক্রাণু রেখে পরিক্ষা করে সেসব পরিক্ষার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা তাদের প্রাকৃতিক প্রেক্ষাপটকে প্রতিফলিত করে না। যখন ষাঁড়ের শুক্রাণু (যার আচরণ মানুষের শুক্রাণুর মতো) নারীদের প্রজনন ট্র্যাক্টের একটি ত্রি-মাত্রিক মক-আপে রাখা হয় তখন তাদেরকে দুই থেকে চারটি দলে দলবদ্ধ হতে দেখা যায়।
যখন Tung এবং তার দল প্রথম তাদের পরীক্ষাগারে এই ক্লাস্টারিংটি লক্ষ্য করেছিল, তখন তারা বুঝতে পারেনি কেন এটি ঘটছে।
রহস্য সমাধানের জন্য, গবেষকরা ১০ কোটি তাজা ষাঁড়ের শুক্রাণুকে একটি সিলিকন টিউবের তরলে প্রবেশ করান। সিলিকন টিউবে থাকা তরল গরুর সার্ভিকাল এবং জরায়ুর শ্লেষ্মা সদৃশ। প্রবেশ করানোর পর তারা দুটি গতির প্রবাহ তৈরি করতে একটি সিরিঞ্জ পাম্প ব্যবহার করে।
যখন কোন প্রবাহ ছিল না, তখন গুচ্ছ শুক্রাণু পৃথক শুক্রাণুর চেয়ে সোজা রেখায় সাঁতার কাটছিলো। যখন মধ্যম মানের প্রবাহ ছিলো, তখন ক্লাস্টারগুলি প্রবাহের বিপরীতে সাঁতার কাটতে পারছিলো, যেখানে পৃথক শুক্রাণু পারছিলো না। যখন শক্তিশালি মানের প্রবাহ ছিলো, তখন গুচ্ছ শুক্রাণু আসন্ন স্রোতের মধ্য দিয়ে ধাক্কা দিয়ে এগিয়ে যাচ্ছিলো যেখানে স্বতন্ত্র পৃথক শুক্রাণুর সাধারণত ঘন স্রোতে ভেসে যাচ্ছিলো।
এই সমস্ত পরিস্থিতিতে, গুচ্ছ শুক্রাণুগুলি খুব গতিশীল ছিল। তাদের এই ব্যাপারটি অনেকটা সাইক্লিস্টদের পেলোটনের মতো ছিলো। যেভাবে সাইক্লিস্টরা পেলোটনে একসাথে চড়ে যাতে তারা কম বায়ু প্রতিরোধের সম্মুখীন হয়।
Tung বলেন,
“এটি এই ধরণের প্রক্রিয়া হতে পারে যে তাদের মধ্যে অন্তত কিছু শেষ পর্যন্ত ডিম্বনালীতে পৌঁছাবে। কারণ এটি ছাড়া, জরায়ুজ তরলের শক্তিশালী প্রবাহের কারণে হয়তো তাদের কেউই পৌঁছাতে পারবে না।”
ক্লাস্টারগুলি সম্ভবত যোনি এবং জরায়ুর পাশাপাশি জরায়ুতে ঘন বহিঃপ্রবাহিত শ্লেষ্মাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানকার সংকোচন তরলকে একাধিক দিকে ঠেলে দেয়। এর বাইরে, শুক্রাণু যখন ডিম্বনালীতে পৌঁছায় যেখানে তরল পাতলা এবং কম প্রবাহের। এটা সম্ভব যে তারা তখন স্বতন্ত্রভাবে সাঁতার কাটা শুরু করে।
———
Biological benefits of collective swimming of sperm in a viscoelastic fluid. Frontiers in Cell and Developmental Biology (2022), DOI: 10.3389/fcell.2022.961623
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।