সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
প্রাচীন রোমানরা প্রকৌশলবিদ্যায় খুবই পারদর্শী ছিল। সেসময় তারা রাস্তা, জলাশয়, বন্দর এবং বিশাল বিল্ডিংয়ের বিশাল নেটওয়ার্ক নির্মাণ করেছিল, যার ধ্বংসাবশেষ দুই সহস্রাব্দ ধরে টিকে আছে। এই কাঠামোগুলির মধ্যে অনেকগুলি কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছিল: রোমের বিখ্যাত প্যানথিয়ন, এটি ১২৮ খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল, এখনও অক্ষত রয়েছে। কিছু প্রাচীন রোমান জলাশয় আজও রোমে জল সরবরাহ করে যাচ্ছে। এদিকে, বহু আধুনিক কংক্রিটের কাঠামো কয়েক দশক পরে ভেঙে পড়েছে।
গবেষকরা এই অতি টেকসই প্রাচীন নির্মাণ সামগ্রীর রহস্য খুঁজে বের করার চেষ্টা করে কয়েক দশক অতিবাহিত করেছেন। অবশেষে MIT, Harvard এবং ইতালি ও সুইৎজারল্যান্ডের বিজ্ঞানীদের গবেষণায় দেখা গিয়েছে, রোমান আমলের কংক্রিটে একটা সাদা পদার্থ আছে, যা ফাটল ধরলে সেটাকে নিজে থেকেই মেরামত করতে পারে। অনেকটা ভাঙ্গা হাড় নিজে থেকে জোড়া লাগার মত।
এতদিন গবেষকরা মনে করতেন যে প্রাচীন কংক্রিটের স্থায়িত্বের চাবিকাঠি একটি উপাদানের উপর ভিত্তি করে ছিল: সেটি হলো নেপলস উপসাগরের পোজুলি অঞ্চল থেকে আগ্নেয়গিরির ছাইয়ের মতো পোজোল্যানিক উপাদান। মনে করা হতো আগ্নেয়গিরির ছাই ব্যবহারের কারণেই রোমান কংক্রিট এত মজবুত, কারন সব রোমান কংক্রিটেই ঐ বিশেষ ছাই ব্যবহার করা হতো। অন্যদিক এই সাদা পদার্থটা অযত্নে মেশানোর ফলে ঢুকে যাওয়া ভেজাল, বা নিম্নমানের কাঁচামাল ব্যবহারের ফলাফল বলে মনে করা হতো।
ছবি: Admir Masic et al.
মূল গবেষক, এমআইটি’র প্রফেসর আদমিক মাসিক বলেছেন,
লাইম ক্লাস্টকে খাঁদ বা ভেজাল ভাবার ধারনাটা তার কাছে সব সময়ই আজব মনে হয়েছে, কারন যে ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টরা এত সুন্দর ও বিশাল সব স্থাপনা বানাতে পারে, তারা কেন সবকিছুতে এই নিম্নমানের কাঁচামাল ব্যবহার করতে দেবে?
লাইম ক্লাস্ট নামে এই সাদা পদার্থ যে নিজে থেকে কংক্রিট মেরামত করতে পারে, এই অনুকল্প পরীক্ষা করার জন্য গবেষকরা আধুনিক কংক্রিট আর রোমান রেসিপিতে তৈরি কংক্রিট দিয়ে ঢালাই করেছেন, তারপর সেটাতে কৃত্রিমভাবে ফাটল ধরিয়েছেন। তারপর দুই ধরনের কংক্রিটেই পানি চালনা করা হয়েছে। দেখা গেল, দুই সপ্তাহের ভেতরে রোমান রেসিপিতে তৈরি কংক্রিটের ফাটল জোড়া লেগে গিয়েছে, আধুনিক কংক্রিটে সেটা হয় নাই।
এই পুরাতন রেসিপির কংক্রিট এখন নতুন করে বাণিজ্যিকভাবে বাজারজাত করা হবে। বিশেষ করে থ্রিডি প্রিন্টেড কংক্রিট স্থাপনার ক্ষেত্রে এটা বিশাল অবদান রাখবে।
—————
Hot mixing: Mechanistic insights into the durability of ancient Roman concrete. Science Advances (2023)
DOI: 10.1126/sciadv.add1602
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।