সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
যেহেতু বিশেষজ্ঞরা সতর্ক করে যাচ্ছেন যে কোভিড-১৯ এবং প্রতিদিন ১৫,০০ জন মৃত্যুকে উপেক্ষা করে স্বাভাবিক ভাবা একটি গুরুতর ভুল। যেকোনো কোভিড-১৯ ভ্যাক্সিক খুব একটা বেশিদিন সুরক্ষা দেয় তাই এটি স্পষ্ট যে এই ভাইরাসটি প্রতিরোধের স্থায়ী সমাধানের জন্য এমন কিছুর প্রয়োজন হবে যা সমস্ত করোনভাইরাস রূপ বা ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করতে পরে।
SARS-CoV-2 এর নতুন ভেরিয়েন্টগুলি; টিকা বা পূর্বের সংক্রমণের প্রতিক্রিয়া হিসাবে আমাদের শরীর যে অ্যান্টিবডি তৈরি হয়েছে তা এড়াতে উপায় উদ্ভাবন করে ফেলে। অ্যান্টিবডি চিকিৎসা যা সময়ের সাথে-সাথে কম কার্যকর হয়েছে। তাই বিজ্ঞানীরা এমন একটি অ্যান্টিবডির সন্ধান করছেন যা বিস্তৃতভাবে প্রতিরোধী হবে – যে কোন নতুন ভেরিয়েন্টের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হবে।
হার্ভার্ড গবেষকরা বিশ্বাস করেন যে তারা ঠিক এমন কিছু পেয়েছেন – একটি একক অ্যান্টিবডি যা তাদের পরীক্ষাগার পরীক্ষায় সমস্ত পরিচিত SARS-CoV-2 ভেরিয়েন্টকে প্রতিরোধ করতে সক্ষম। অ্যান্টিবডিটি বর্তমান বিদ্যমান টিকা প্রদানের কৌশলর ব্যবহার করা যাবে। যদি এর হিউম্যান ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয় তাহলে এটিই কোভিট-১৯ মহামারির অবসান ঘটাতে পারে।
গবেষকরা প্রথমে ইঁদুরের মধ্যে দুটি মানব জিন অংশ প্রবেশ করান। যাতে আমাদের শরীরের মতো ইঁদুরের দেহে বাইরে রোগজীবাণু শনাক্ত করা এবং তাদের প্রতিরোধ করার জন্য একই ট্রায়াল-এন্ড-এরর মধ্য দিয়ে যাওয়া-র মতো কাজ করতে পারে। এইভাবে, ইঁদুরগুলি মূলত মিনি মেশিন যা থেরাপিউটিকসে ব্যবহারের জন্য দক্ষতার সাথে নতুন অ্যান্টিবডি তৈরির কাজ করতে পারবে।
ক্রেডিট: Sai Luo et al./Science Immunology (2022)
চীনের উহানে প্রথম শনাক্ত করা আসল SARS-CoV-2 স্ট্রেনের সংস্পর্শে আসার পরে, ইঁদুরগুলি নয়টি ভিন্ন ধরণের অ্যান্টিবডি তৈরি করেছিল যা ভাইরাসের সাথে আবদ্ধ হতে পারে, যদিও সবাই এটিকে প্রতিরোধ করেনি। আরও পরীক্ষায় শনাক্ত করা হয়েছে যে এর মধ্যে তিনটি প্রোটিন মূল স্ট্রেনকে দৃঢ়ভাবে অবন্ধ করে ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম হয়েছিল, কিন্তু একটি – যার নাম SP1-77 – আরও ইম্প্রেসিভ ছিল কারণ এটি আলফা, বিটা, ডেল্টা, গামা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কাজ করতে সক্ষম হয়েছিলো।
যেহেতু করোনাভাইরাসের প্রতিটি ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিন দেখতে আলাদা তাই প্রশ্ন জাগতে পারে SP1-77 তাহলে কীভাবে সবগুলোর সাথে আবন্ধ হয়ে প্রতিরোধ করে? – SP1-77 অন্যান্য অ্যান্টিবডির মতো একই অঞ্চলে কাজ করে না, পরিবর্তে এমন একটি এমন অঞ্চল বেছে নেয় যেটি এখনও কোনও SARS-CoV-2 ভ্যারিয়েন্টে পরিবর্তিত হয়নি।
গবেষকরা পেটেন্টের জন্য আবেদন করেছেন এবং আশা করছেন কাজটি বাণিজ্যিকভাবে উৎপাদিত হতে পারে ট্রায়াল শেষে।
———
An Antibody from Single Human VH-rearranging Mouse Neutralizes All SARS-CoV-2 Variants Through BA.5 by Inhibiting Membrane Fusion. Science Immunology (2022), DOI: 10.1126/sciimmunol.add5446
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।