সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
নতুন শনাক্ত করা ডাইনোসরের প্রজাতি প্রায় ৮ কোটি ৩০ লাখ বছর আগে, লেট স্যান্টোনিয়ান থেকে ক্রিটেসিয়াস যুগের আর্লি ক্যাম্পানিয়ান যুগ পর্যন্ত পৃথিবীর পৃষ্ঠে বিচরণ করতো।
Ibirania parva নামে নামকরণ করা প্রাচীন বিলুপ্ত প্রাণীটির শরীরের আনুমানিক দৈর্ঘ্য ছিল ৫.৭ মিটার। এটি লম্বা-গলাযুক্ত সরোপড ডাইনোসরদের একটি বৈচিত্র্যময় গ্রুপ Titanosauria-এর সদস্য ছিল।Titanosauria-রা জুরাসিক যুগের শেষ থেকে ক্রিটেসিয়াস যুগের শেষ পর্যন্ত বসবাস করতো।
ব্রাজিলের উত্তর-পূর্ব সাও পাওলো রাজ্যের ভিলা ভেঞ্চুরার সিটিও ডস ইরমাওস গার্সিয়াতে সাও জোসে ডো রিও প্রেটো গঠনের একটি আউটফরমেশন থেকে Ibirania parva অন্তত চারটি নমুনা উদ্ধার করা হয়। সেই জীবাশ্ম বিশ্লেষণের মাধ্যমে নতুন প্রজাতিটির সন্ধান মেলে।
গবেষকরা বিশ্লেষণের মাধ্যমে আরও দেখতে পান যে Ibirania parva ডাইনোসর Saltasaurinae-এর অন্তর্গত যা টাইটানোসরিয়ান ডাইনোসরের একটি পরিবার। এই পরিবারটি আগে ছোট আকারের ডাইনোসরের পরিবার হিসাবে পরিচিত ছিল।
এই নতুন প্রজাতিটি শুধুমাত্র ক্ষুদ্রতম সরোপডের মধ্যে একটিকে প্রতিনিধিত্ব করে না সাথে বিস্তর ফাইলোজেনেটিক বিশ্লেষণ অনুসারে, ব্রাজিলের আবিষ্কৃত প্রথম দ্ব্যর্থহীন সল্টাসোরিন টাইটানোসরিয়ানকেও প্রতিনিধিত্ব করে।
———
A new nanoid titanosaur (Dinosauria: Sauropoda) from the Upper Cretaceous of Brazil. Ameghiniana (2022) 59 (5): 317-354; DOI: 10.5710/AMGH.25.08.2022.3477
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।