সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
প্রায় ১৭.৫ কোটি বছর আগে জুরাসিক যুগে বর্তমান কলম্বিয়ার ক্রান্তীয় নিম্নভূমির বনাঞ্চলে বসবাস করতো নতুন শনাক্ত করা ডাইনোসরের প্রজাতিটি। নতুন প্রজাতিটি হল একটি লম্বা-গলাযুক্ত, উদ্ভিদ-ভোজী ডাইনোসর যা শুধুমাত্র একটি ট্রাঙ্ক কশেরুকা থেকে পাওয়া জীবাশ্ম থেকে শনাক্ত করা হয়েছে।
কশেরুকাটি হাড়ের স্ট্রটের একটি স্বতন্ত্র প্যাটার্ন বহন করে যা থেকে এটিকে একটি নতুন ডাইনোসর প্রজাতি হিসাবে চিহ্নিত করা হয়। নতুন শনাক্ত করা ডাইনোসরের নাম রাখা হয় Perijasaurus lapaz. নতুন প্রজাতিটি Eusauropoda-এর অন্তর্গত, যা লম্বা ঘাড়বিশিষ্ট তৃণভোজী, চার পা বিশিষ্ট ডাইনোসরের একটি গোষ্ঠী। ১৯৪৩ সালে পাওয়া এসব জীবাশ্ম নিয়ে গবেষকরা গবেষণা করতে পারে নি। কলম্বিয়ার সামরিক বাহিনী, FARC গেরিলা গোষ্ঠী এবং আধাসামরিক গোষ্ঠীগুলির মধ্যে 1964 সাল থেকে চলা একটি সংঘাতের কারণে কলম্বিয়া এবং ভেনিজুয়েলার সীমান্তের কাছে Serrania del Perijá-এ গবেষণা পরিচালনা করা অনিরাপদ করে তুলেছিল। অবশেষে, ২০১৬ সালে করা এক শান্তি চুক্তির ফলে গবেষকরা এখন নিরাপদে এসব জীবাশ্ম নিয়ে গবেষণা চালিয়ে যেতে পারে।
ক্রেডিট: Jeff Wilson Mantilla, University of Michigan
Perijasaurus lapaz-এর প্রায় ৫৫ সেন্টিমিটার লম্বা এবং ৪৫ সেমি চওড়া পৃষ্ঠীয় কশেরুকার জীবাশ্মটি উত্তর-পূর্ব কলম্বিয়ার সিজার বিভাগের মানউরে শহরের পশ্চিমে La Quinta Formation এক্সপোজারে পাওয়া গেছে।
আর্জেন্টিনার মিউজিয়াম অফ ন্যাচারাল সায়েন্সেসের জীবাশ্মবিদ Dr. Martín Ezcurra বলেন,
“যদিও Perijasaurus lapaz-কে মাত্র একটি একক কশেরুকার থেকে চিহ্নিত করা হয়, তবুও কঙ্কালের সেই অঞ্চলটি লামিনা এবং অন্যান্য কাঠামোর একটি সিরিজের কারণে সরোপোড-এর সর্বাধিক তথ্য সরবরাহ করে।”
ক্রেডিট: U-M Online Repository of Fossils viewer developed by the U-M Museum of Paleontology
জীবাশ্ম নমুনাটির 3D মডেল এখানে দেখতে পারবেন।
জীবাশ্মবিদরাও একটি গণনাগত বিশ্লেষণের মাধ্যমে Perijasaurus lapaz-এর বিবর্তনীয় সম্পর্ক নির্ধারণ করেন। Perijasaurus lapaz হল সরোপডের প্রারম্ভিক বিবর্তনের অংশ, যার মধ্যে রয়েছে দক্ষিণ দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের প্রজাতি।
প্রারম্ভিক জুরাসিক যুগের শেষে একটি বড় অ্যানোক্সিক ঘটনার পরে যখন বৃহৎ ভৌগোলিক অঞ্চলে সমুদ্রের অক্সিজেন কমে গিয়েছিল তখন সরোপোড দ্রুত বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিলো এবং এদের মধ্যে নানান বৈচিত্রের সৃষ্টি হয়েছিলো।
আবিষ্কারটি এই সপ্তাহে Journal of Vertebrate Paleontology-তে প্রকাশিত হয়ে।
———
A sauropod from the Lower Jurassic La Quinta Formation (Dept. Cesar, Colombia) and the initial diversification of eusauropods at low latitudes. Journal of Vertebrate Paleontology (2022). doi: 10.1080/02724634.2021.2077112
প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।