সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
আপনি যদি কখনও কোনো গ্রহ বা নক্ষত্রের নামকরণ করার চিন্তা করে থাকেন তবে এটাই আপনার সুযোগ। ২০১৫ এবং ২০১৯-এর সাফল্যের পর, NameExoWorlds প্রোগ্রাম আবার ফিরে এসেছে ২০২২ সালে নতুন ২০টি রোমাঁচকর প্ল্যানেটারি সিস্টেম নিয়ে। আবিষ্কৃত এসব গ্রহের নাম রয়েছে কিন্তু সেসব শুধু বর্ণ এবং সংখ্যার সিরিজের নাম। কিন্তু এসবের বাইরের নামকরণ প্রয়োজন। এবং এসব প্ল্যানেটরি সিস্টেমের এত দ্রুত নাম প্রয়োজনের একটি উত্তেজনাপূর্ণ কারণ হলো: জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) এর আসন্ন বৈজ্ঞানিক পর্যবেক্ষণের সময় এসব সিস্টেমকে বিস্তরভাবে পর্যবেক্ষণ করা হবে। উল্লেখ্য ২০১৯ সালে বাংলাদেশের একটি দলের দেয়া নামে HD 148427 এর নাম ‘Timir’ এর এর এক্সোপ্ল্যানেটের নাম ‘Tondra’ রাখা হয়।
নামকরণে জনসাধারণের অংশগ্রহণের এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন (IAU) দ্বারা সংগঠিত এবং পরিচালিত। এতে অংশগ্রহণ করাও সহজ।
- প্রথম ধাপ হল একটি দল তৈরি করা যেখানে শিক্ষক, শিক্ষার্থী, জ্যোতির্বিদ্যা উৎসাহী, অপেশাদার জ্যোতির্বিজ্ঞানী এমনকি এক্সোপ্ল্যানেটারি বিজ্ঞানীও থাকতে পারবে।
- তারপর দলটিকে এক্সোপ্ল্যানেট সম্পর্কিত একটি আউটরিচ ইভেন্ট (অর্থাৎ যে ইভেন্টে প্রজেক্ট আয়োজকের সাথে যে কেউ ইন্টারেকশন করতে পারে) আয়োজন এবং বাস্তবায়ন করতে হবে। ইভেন্টটি অফলাইন অথবা অনলাইন হতে পারবে। ইভেন্টে; আয়োজক দল জনসাধারণকে এক্সোপ্ল্যানেট, তাদের আবিষ্কার, তাৎপর্য এবং অন্য কোথাও জীবনের সম্ভাবনা ইত্যাদি সম্পর্কে অবগত করবে। তবে আলোচনার বিষয় এসবের মধ্যে সীমাবদ্ধ নয়, দলটি চাইলে এক্সোপ্ল্যানেট সম্পর্কিত আরো তথ্য উপস্থাপন করতে পারে।
- এরপর জমা দেওয়ার জন্য উক্ত ইভেন্ট থেকে নাম নির্বাচন করতে হবে। নাম নির্বাচন করতে তাদের নিজস্ব পদ্ধতি বেছে নিতে পারবে। তবে একাধিক প্রস্তাবিত নাম থেকে ইভেন্টে অংশগ্রহণকারীদের ভোটের মাধ্যমে চুরান্ত নাম নির্বাচন করতে হবে এবং আউটরিচ ইভেন্টের অংশ হিসাবে নির্বাচিত নাম ঘোষণা করতে হবে।
- শেষ ধাপে দল নিবন্ধন করতে হবে এবং নাম প্রস্তাব (লিখিত ভাবে প্রস্তাবন + ইভেন্টের ভিডিও) জমা দিতে হবে এই লিঙ্কে থাকা ফর্মের মাধ্যমে।
এখন, আপনি কী নাম প্রস্তাব করতে পারেন সে সম্পর্কে কিছু নিয়ম রয়েছে। নামটি অবশ্যই একটি মহৎ-মহাকাশীয় বস্তুর যোগ্য হওয়া উচিত। তাই তাদের নামকরণ করা উচিত “ঐতিহাসিক বা ভৌগলিক তাৎপর্যপূর্ণ স্থান, মানুষ, বস্তু কিংবা দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক”-র নামে। IAU এসব নামের সাথে সম্পর্কযুক্ত ঘটনার সদৃশ কোনো ঘটনা নক্ষত্রমণ্ডলীতে উপস্থিত হয়েছিলো বা বিদ্যমান এমন কিছু বিবেচনা করার পরামর্শ দেয়। তবে এসবই করতে হবে এমন কোনো কথা নেই, নিয়ম মেনে যেকোনো নামই জমা দেয়া যাবে।
জাতিসংঘের সাধারণ পরিষদ ২০২২ থেকে ২০৩২ কে আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক হিসেবে ঘোষনা দেয়ায় আদিবাসী ভাষার নাম ব্যবহারে উৎসাহিত করা হয়। তবে যে নামটি যে আদিবাসী ভাষা থেকে নেয়া হবে সেই আদিবাসী সম্প্রদায়ের কমপক্ষে একজনকে নামকরণ দলের সাথে জড়িত থাকতে হবে এবং ব্যবহারে সম্মতি দিতে হবে।
ক্রেডিট: NameExoWorlds/International Astronomical Union (IAU)
IAU প্রতিটি প্ল্যানেটারি সিস্টেমের জন্য দুটি নাম খুঁজছে। একটি নক্ষত্রের জন্য এবং একটি গ্রহের জন্য। ২০টি সিস্টেমের প্রতিটি সিস্টেমে শুধুমাত্র একটি পরিচিত গ্রহ রয়েছে, তাই প্রস্তাবিত নামগুলি একটি সাধারণ থিম দ্বারা সম্পর্কিত হতে হবে। তবে সেই জোড়া নাম ‘আম’, ‘জাম’ হতে পারবে না, যদিও এদের মধ্যে সম্পর্ক আছে; দুটোই ফল। আর ‘আম’, ‘করিম’ তো হতেই পারবে না।
কারণ নাম কী হতে পারে সে সম্পর্কেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। আপনি প্রকৃত মানুষের (মৃত বা জীবিত) নামে সিস্টেমের নাম রাখতে পারবেন না, ইতিমধ্যে বিদ্যমান মহাকাশীয় বস্তুর নামে তাদের নামকরণ করা যাবে না, নতুন বানানো শব্দ কিংবা দুটি শব্দ একসাথে করে করা যাবে না, তাই নিজের মতো বানিয়ে নাম দেয়া (ধরুন, চিকোলানামাতে) অথবা দুটি শব্দ মিলিয়ে একটি (ধরুন চুল+বাসস্থান=চুসস্থান) বানিয়ে দেয়া যাবে না। এছাড়া ট্রেডমার্ককৃত নাম, কোনো সংস্থার নাম, পোষা প্রাণীর নাম, সংক্ষিপ্ত নাম, ধর্মীয় নাম, সামরিক এবং রাজনৈতিক নাম থেকে নামকরণ করা যাবে না।
চিন্তা করুন, প্রস্তুতি নিন, ইভেন্ট আয়োজন করুন এবং জমা দিন! আর ইভেন্টের আয়োজন করলে বিজ্ঞানবার্তা-কে জানাতে ভুলবেন না, আমরা আপনাদের আয়োজন ফিচার করবো আমাদের সংবাদে।
———
প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।