সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
শক্তিশালি লেজার ব্লাস্ট সাধারণ পুরানো প্লাস্টিক থেকে ক্ষুদ্রাকৃতির হীরা তৈরি করে। ঠিক শুনেছেন, আমাদের কোমল পানীয় খাওয়া সাধারণ বোতলের প্লাস্টিক।
২রা সেপ্টেম্বর Science Advances জার্নালে প্রকাশিত এক গবেষণায় পদার্থবিজ্ঞানী Dominik Kraus এবং সহকর্মীরা দেখিয়েছেন যে, পলিথিন টেরেফথালেট বা পিইটি, পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপের প্রায় ১০ লক্ষ গুণ চাপ এবং হাজার হাজার ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত হলে ন্যানোডায়মন্ডে রুপান্তরিত হয়।
নেপচুন এবং ইউরেনাসের মতো বরফের দৈত্যাকার গ্রহগুলির অভ্যন্তরে গবেষণায়র মতো একই রকম তাপমাত্রা, চাপ এবং রাসায়নিক উপাদানগুলির সমন্বয় রয়েছে, যা পরামর্শ দেয় যে এই গ্রহগুলির অভ্যন্তরে হীরা বৃষ্টি হতে পারে। এছাড়াও গবেষকরা বলছেন, নতুন কৌশলটি কোয়ান্টাম ডিভাইস এবং অন্যান্য অ্যাপ্লিকেশনে ব্যবহারের জন্য ন্যানোডায়মন্ড তৈরি করতে ব্যবহার করা যেতে পারে।
নতুন গবেষণায়, গবেষকরা প্লাস্টিকের নমুনায় লেজার ব্লাস্ট করেছেন। প্রতিটি লেজার ব্লাস্টে প্লাস্টিকের মাধ্যমে একটি শক ওয়েভ তৈরি হয়েছে যা সেখানকার চাপ কয়েক লক্ষ গুণ এবং তাপমাত্রা কয়েক হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। এক্স-রে দিয়ে পরীক্ষা করে জানা যায় যে সেখানে ন্যানোডায়মন্ড গঠিত হয়েছে।
পূর্ববর্তী গবেষণায় হাইড্রোজেন এবং কার্বনের যৌগ সংকুচিত করে হীরা তৈরি করা হয়েছিল। কিন্তু PET, যা সাধারণত খাদ্য ও পানীয় প্যাকেজিংয়ে ব্যবহৃত হয়, তাতে শুধু হাইড্রোজেন এবং কার্বনই নয়, অক্সিজেনও থাকে। এটি নেপচুন এবং ইউরেনাসের মতো বরফের দৈত্য গ্রহের অভ্যন্তরের সংমিশ্রণের সাথে আরও ভালোভাবো মেলে।
জার্মানির রোস্টক বিশ্ববিদ্যালয়ের Kraus বলেছেন,
“অক্সিজেন হীরা গঠনে সহায়তা করে বলে মনে হয়। অক্সিজেন হাইড্রোজেন চুষে নেয়। বাকি রাখে কার্বনকে যা পরে প্রচুর তাপ এবং চাপে হীরা তৈরি করে।”
ন্যানোডায়মন্ড সাধারণত বিস্ফোরক ব্যবহার করে উৎপাদিত হয় যা নিয়ন্ত্রণ করা সহজ নয়। নতুন কৌশলটি সহজে ন্যানোডায়মন্ড তৈরি করতে পারে যা বিশেষ ব্যবহারের জন্যও তৈরি করা যায়।
———
Diamond formation kinetics in shock-compressed C─H─O samples recorded by small-angle x-ray scattering and x-ray diffraction. Science Advances, 2022; 8 (35) DOI: 10.1126/sciadv.abo0617
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।