সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
১২ই আগস্ট, চীনা গবেষকরা এখনও পর্যন্ত তৈরি সবচেয়ে শক্তিশালী সুস্থিত চৌম্বক ক্ষেত্রের রেকর্ডটি ভেঙে দিয়েছেন। চীনের হেফেই শহরে অবস্থিত চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস-এর Steady High Magnetic Field Facility (SHMFF)-তে, দলটি ৪৫.২২ টেসলা (টেসলা হল SI ইউনিটে চৌম্বক ক্ষেত্র শক্তি; আরো নির্দিষ্টভাবে বললে magnetic flux density-এর একক)-র একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করেছে যা পৃথিবীর নিজস্ব চৌম্বক ক্ষেত্রের চেয়ে প্রায় ৯ লক্ষ গুণ বেশি শক্তিশালী।
কৃতিত্বটি ৪৫ টেসলার আগের রেকর্ডকে ভেঙ্গে দিয়েছে। ৪৫ টেসলার রেকর্ডটি ১৯৯৯ সালে ফ্লোরিডায় ন্যাশনাল হাই ম্যাগনেটিক ফিল্ড ল্যাবরেটরি (MagLab) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৯৯ সালে করা অর্জনটি একটি অবিশ্বাস্য কৃতিত্বের ছিল এবং রেকর্ডটি ভাঙ্গতে যে সময় (২৩ বছর) লেগেছে, তা দেখায় যে এই চুম্বকগুলি তৈরি করা কতটা প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং।
MagLab এবং SHMFF উভয় গবেষণা দলই তাদের নিজস্ব হাইব্রিড চুম্বক নিয়ে কাজ করেছে। হাইব্রিড চুম্বক; একটি চৌম্বক ক্ষেত্র তৈরির জন্য দুটি ভিন্ন উপায় ব্যবহার করে: একটি বাইরের সুপারকন্ডাক্টিং রিং এবং একটি অভ্যন্তরীণ প্রতিরোধী বিটার চুম্বক ব্যবহার করে।
সুপারকন্ডাক্টর হল এমন একটি উপাদান (সাধারণত অত্যন্ত নিম্ন তাপমাত্রায়) যার মধ্য দিয়ে কোন প্রতিরোধ ছাড়াই বিদ্যুৎ প্রবাহিত হয়। প্রতিরোধ ছাড়াই বা রোধ অনেকটা শূণ্য থাকার কারণে এটি তার মধ্যে দিয়ে বৃহৎ বৈদ্যুতিক স্রোত পরিচালনা করতে পারে, যার ফলে তীব্র চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। কিন্তু এর একটি নির্দিষ্ট সীমা রয়েছে।
বিটার চুম্বক (Bitter Solenoid) ইলেক্ট্রোম্যাগনেট একটি হেলিকাল কনফিগারেশনে ধাতব প্লেট এবং অন্তরক স্পেসার থেকে তৈরি করা হয়। এরা অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে। শুধু বিটার চুম্বক ব্যবহার করে কক্ষ তাপমাত্রায় সবচেয়ে শক্তিশালী সুস্থিত ক্ষেত্রের রেকর্ড হল ৩৭.৭ টেসলা, যা নেদারল্যান্ডসে ২০১৪ সালে অর্জিত হয়েছিলো।
দুটি প্রযুক্তিই প্রত্যেকটির নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে। সুপারকন্ডাক্টিং চুম্বকের কম শক্তি ইনপুট প্রয়োজন, কিন্তু চৌম্বক ক্ষেত্রের শক্তির সীমাবদ্ধতা রয়েছে অন্যদিকে বিটার চুম্বকে উচ্চ শক্তি ইনপুট প্রয়োজন। তাই বিটার চুম্বক নকশা এবং সুপারকন্ডাক্টর চুম্বক ব্যবহার করে; সম্মিলিত ভাবে ব্যবহারই আরো বেশি টেসলা অর্জন করার সেরা উপায়।
Hefei Institutes of Physical Science এর অধীনে থাকা High Magnetic Field Laboratory-এর পরিচালক অধ্যাপক Kuang Guangli এক বিবৃতিতে বলেন,
“উচ্চতর চৌম্বক ক্ষেত্র অর্জনের জন্য আমরা নতুন চুম্বকের গঠন উদ্ভাবন করেছি এবং নতুন উপকরণ তৈরি করেছি। বিটার ডিস্কগুলির উৎপাদন প্রক্রিয়াটিও অপ্টিমাইজ করা হয়েছে।”
SHMFF-এ দলটি ২৬.৯ মেগাওয়াটের পাওয়ার ইনপুট নিয়ে ৪৫.২২ টেসলা-র রেকর্ড অর্জন করে যেখানে MagLab-এ ৪৫ টেসলা-র জন্য ৩০ মেগাওয়াট পাওয়ার ইনপুট প্রয়োজন।
এই এক্সট্রিম চৌম্বক ক্ষেত্রগুলি অধ্যয়ন করা বেশ গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের চৌম্বকীয় প্রযুক্তিগুলিকে আরও ভালভাবে বুঝতে দেবে যা অনেক ক্ষেত্রে প্রভাব ফেলবে।
MagLab-এর বিজ্ঞানীরা ২০১৯ সালে বিশ্বরেকর্ড-ব্রেকিং ৪৫.৫ টেসলা ফিল্ড তৈরি করলেও তাদের তৈরি ফিল্ড বৈজ্ঞানিক গবেষণার জন্য সুস্থিত ছিলো না।
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।
এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।