সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
মাত্র কয়েক সেন্টিমিটার লম্বা সদ্য আবিষ্কৃত অর্কিডের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর সাদা ফুল। যদি অর্কিড সূর্যালোকের বিরুদ্ধে রাখা হয়, তবে ফুলগুলি চকচক করে। Rhipidoglossum pareense-এর ফুলগুলি ছোট কিন্তু নিকটতম অর্কিড প্রজাতি, Rhipidoglossum leedalii এর চেয়ে সংখ্যায় অনেক বেশি। পুষ্পমঞ্জরি অনেক বেশি কম্প্যাক্ট; অনেকটা কামুদিনী (Lily of the valley)-এর মতো।
Rhipidoglossum pareense ১,৫০০ মিটারের বেশি উচ্চতায় মেঘের বনে জন্মায়। উত্তর-পূর্ব তানজানিয়ার দক্ষিণ পারে পর্বতমালায় (South Pare Mountains) গবেষণা কালে বেরেউথ বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী এবং প্ল্যান্ট সিস্টেম্যাটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. Andreas Hemp এই নতুন প্রজাতির সন্ধান পান। তিনি তার ব্রিটিশ সহকর্মী লন্ডনের কেউ-এর রয়্যাল বোটানিক্যাল গার্ডেন-এর ড. Phil Cribb-এর সাথে বৈজ্ঞানিকভাবে নতুর প্রজাতিটির বর্ণনা করে করে গত ২০শে জুলাই Kew Bulletin জার্নালে গবেষণাপত্র প্রকাশ করেন।
ক্রেডিট: Andreas Hemp
১,৫০০ মিটারের বেশি উচ্চতায় মেঘের বনের গাছগুলি মাত্র দশ মিটার উচ্চতায় পৌঁছায় এবং শ্যাওলা, ফার্ন এবং অর্কিড দিয়ে ঘনভাবে আবৃত থাকে। Rhipidoglossum pareense-ও এই পরগাছার অন্তর্গত।
ড. Andreas Hemp জানান,
“নতুন আবিষ্কৃত অর্কিড প্রজাতিটা সম্ভবত তার অস্তিত্বের জন্য খুব অস্বাভাবিক জলবায়ু পরিস্থিতির কাছে ঋণী। দক্ষিণ পার পর্বতমালার মেঘ বনে বছরে মাত্র ৭০০ মিলিমিটার বৃষ্টিপাত হলেও সেখানে কুয়াশা বৃষ্টিও হয় এর থেকে দুই-তিন গুণ বেশি। যেটা উদ্ভিদের জন্য আদর্শ পরিবেল বলতেই হয়। উত্তর-পূর্ব তানজানিয়ার এই পার্বত্য অঞ্চলটি সত্যিই একটি বোটানিক্যাল এল ডোরাডো। সম্প্রতি, আমি এখানে আরো একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছি এবং শ্রেণীবিন্যাস সংক্রান্ত বিবরণ শীঘ্রই প্রকাশিত হবে।”
———
Rhipidoglossum pareense (Orchidaceae: Epidendroideae), a new species from Tanzania, Kew Bulletin (2022). DOI: 10.1007/S12225-022-10027-2
প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।