সর্বশেষ বিজ্ঞান সংবাদ বিজ্ঞানবার্তা-র গুগল নিউজ চ্যানেলে।
নতুন শনাক্তকৃত গাছের প্রজাতিটি Celastraceae পরিবারের Lophopetalum গণের অন্তর্গত। বর্তমানে এই গণের ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, নিউ গিনি, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া এবং আন্দামান দ্বীপপুঞ্জে প্রায় ১০টি স্বীকৃত প্রজাতি রয়েছে।
Lophopetalum tanahgambut নামের নতুন প্রজাতিটি শুধুমাত্র ইন্দোনেশিয়ার সুমাত্রার দ্বীপের আর্দ্র বনভূমি (যাদেরকে পিট সোয়াম্প বন বলে) পাওয়া গেছে।
পিট সোয়াম্প বন পুষ্টির স্বল্পতা, কার্বন সমৃদ্ধতা এবং আর্দ্র অবস্থার জন্য পরিচিত। তাই এই পরিবেশে মধ্যে বেঁচে থাকার জন্য নির্দিষ্ট অভিযোজন প্রয়োজন। তবে এ জাতীয় বনভূমি নিয়ে খুবই কম গবেষণা করা হয়েছে এবং বেশিরভাগ বন কৃষি জমিতে ব্যাপক রূপান্তরিত করা হয়েছে, এখন কেবলমাত্র ১১% পিট সোয়াম্প বন অবশিষ্ট রয়েছে। তাই এই পরিবেশে উদ্ভিদের অভিযোজন সম্পর্কে আমরা অনেক কম।
Lophopetalum tanahgambut ৪০ (চল্লিশ) মিটার পর্যন্ত লম্বা হয় এবং Diameter at Breast Height (DBH) বা ভূমি থেকে ১.৩ মিটার উচ্চতায় গুড়ির ব্যাস ১.০৫ মিটার পর্যন্ত হয়। এর নি (knee) শিকড় ব্যবস্থা গাছের চারপাশে ১৫ মিটার পর্যন্ত প্রশস্ত এবং মাটির পৃষ্ঠ থেকে ১.৫ মিটার উঁচু।
এর বাকল মসৃণ, লম্বালম্বিভাবে ফাটা, হালকা থেকে ধূসর বা দুধের সাদা রঙের। ভেতরের বাকল গোলাপী কমলা থেকে ফ্যাকাশে লালচে বাদামী।
এই প্রজাতিটি হল একমাত্র পরিচিত Lophopetalum গাছ যার ৩-৪টি পাতা সিউডোভারটিসিলেট বিন্যাসে রয়েছে।
Lophopetalum tanahgambut-তে ফেব্রুয়ারি-এপ্রিল মাসে ফুল ফোটে এবং এপ্রিল-জুন মাসে ফল ধরতে দেখা যায়।
গবেষকরা নতুন প্রজাতিকে মহাবিপন্ন হিসাবে শ্রেণীবদ্ধ করার পরামর্শ দেন।
———
Lophopetalum tanahgambut, a new endemic giant tree species from peat swamp forest of Sumatera, Indonesia, with the first pseudoverticillate leaf arrangement in genus Lophopetalum (Celastraceae). Phytotaxa 573 (1); DOI: 10.11646/phytotaxa.573.1.7
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।